loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

সাত হাজার রান ক্লাবে মুশি


সাত হাজার রান ক্লাবে মুশি

বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার রান ক্লাবের সদস্য হলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন মুশফিক। আর এই ইনিংসের মাধ্যমেই ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

দ্বিতীয় ওয়ানডের আগে মুশির সংগ্রহ ছিল, ২৪৩ ম্যাচের ২৩০ ইনিংসে ৬,৯৪৫ রান। সাত হাজার রান করতে ৫৫ রান দরকার ছিল তাঁর। যাহোক, ৫৫ রান নয়, বরং সেঞ্চুরি করেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পরে দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে সাত হাজার সংগ্রাহকের খাতায় নাম লেখালেন মুশফিক।

বাংলাদেশের জার্সিতে সবার আগে ওয়ানডেতে সাত হাজার রান করেছেন টাইগারদের বর্তমান ওডিআই দলপতি তামিম। ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে তামিমের সংগ্রহ ৮,১৬৯ রান। আর ২২৯ ম্যাচের ২১৭ ইনিংসে সাকিবের রান সংখ্যা ৭,০৮৬।

Loading...