loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া


ভারতের বিরুদ্ধে সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া

রোহিত শর্মার দল শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ২১ রানে পরাজিত হয়ে ২-১ ব্যবধানে সিরিজ হারলো। ভারতের মাটিতে এটি নিয়ে দশম সিরিজ খেলে ষষ্ঠবারের মতো ওডিআই সিরিজ জিতলো অস্ট্রেলিয়া। আর এই সিরিজ জিতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। পক্ষান্তরে, দুইয়ে নেমে গেলো ভারত।

স্বাগতিক ভারত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ পরাজয়ের লজ্জা পেলো। চেন্নাইয়ে সিরিজ-নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার (২২ মার্চ) অস্ট্রেলিয়া ২১ রানে হারিয়েছে ভারতকে। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতলো অজিরা। অবশ্য, সফরকারী দল ওয়ানডে সিরিজ জিতলেও এর আগে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল।

এদিন টস জিতে ব্যাটিং করতে নামে অস্ট্রেলিয়া। মারমুখী মেজাজে ইনিংস শুরু করেন অজি দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। ৬৫ বলে ৬৮ রান করেন তাঁরা। হেডকে ৩৩ রানে থামিয়ে অস্ট্রেলিয়ার উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন করেন ভারতের পেসার হার্ডিক পান্ডিয়া। চারটি চার ও দুইটি ছক্কা মারেন হেড।

তিন নম্বরে নামা ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভেন স্মিথকে খালি হাতে বিদায় করেন পান্ডিয়া। ৪৭ বলে ৪৭ রান করা মার্শকেও শিকার করেন তিনি। মার্শ আটটি চার ও একটি ছয় মেরেছেন।

অস্ট্রেলিয়া ভালো সূচনা করার পরও পাান্ডিয়ার তোপে ৮৫ রানে তিন উইকেট হারিয়ে ফেলে। এরপর বড় জুটি গড়ার চেষ্টা করেছিলেন মিডল অর্ডার ব্যাটাররা। জুটি বড় না হলেও, চতুর্থ উইকেটে মার্নাস লাবুস্কাগ্নি ও ডেভিড ওয়ার্নার ৪০ এবং ষষ্ঠ উইকেটে ৫৮ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও মার্কাস স্টয়নিস।

ওয়ার্নার ২৩, লাবুস্কাগ্নি ২৮ ও ক্যারি ৩৮ রান করে স্পিনার কুলদিপ যাদবের শিকার হন। স্টয়নিসকে ২৫ ও সিন অ্যাবটকে ২৬ রানে আউট করেন স্পিনার অক্ষর প্যাটেল। শেষ দুই ব্যাটার অ্যাস্টন আগার ১৭ ও মিচেল স্টার্ক ১০ রান করে পেসার মোহাম্মদ সিরাজের বলে আউট হন। কোনো ব্যাটারের শতরান, কিংবা অর্ধশতরান ছাড়াই ৪৯ ওভারে ২৬৯ রানে গুটিয়ে যায় দলটি। 

ভারতের পান্ডিয়া ও কুলদিপ তিনটি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ভারতও। ৫৫ বলে ৬৫ রান যোগ করেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। অনেকটা টি-টোয়েন্টি মেজাজে খেলেছেন রোহিত। তিনি ১৭ বলে দুইটি করে চার-ছয়ে ৩০ রান করে অ্যাবটের শিকার হন।

রোহিত ফেরার কিছুক্ষণ পরে ৪৯ বলে ৩৭ রানে আউট হন গিল। ফলে, ৭৭ রানে ভারতের দুই উইকেটের পতন হয়। তৃতীয় উইকেটে ৯৩ বলে ৬৯ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রেখেছিলেন ভিরাট কোহলি ও লোকেশ রাহুল। রাহুলকে ৩২ রানে থামিয়ে জুটি ভেঙে দেন স্পিনার এডাম জাম্পা। এরপর, কোহলি ৫৪, অক্ষর প্যাটেল দুই, সূর্যকুমার যাদব শূন্য, হার্ডিক পান্ডিয়া ৪০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রানে ফিরে গেলে লড়াই থেকে ছিটকে যায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত, পাঁচ বল বাকী থাকতে ২৪৮ রানে শেষ হয় তাঁদের ইনিংস।

অস্ট্রেলিয়ার জাম্পা ৪৫ রানে চার উইকেট শিকার করেন।

Loading...