loader image for Bangladeshinfo

শিরোনাম

  • বাংলাদেশ-চীনের সম্পর্কোন্নয়নে আরও মনোযোগ দেওয়া উচিত: প্রধানমন্ত্রী

  • রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসিসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃঢ় প্রতিশ্রুতি আহ্বান

  • রদ্রিগোর দুই গোলে সেভিয়াকে পরাজিত করেছে রিয়াল

  • ডর্টমুন্ডকে হতাশ করে বায়ার্নের টানা একাদশ শিরোপা

  • মেসির রেকর্ডের রাতে পিএসজি’র শিরোপা জয়

টাইগারদের ১০ উইকেটে প্রথম জয়


টাইগারদের ১০ উইকেটে প্রথম জয়

সেদিন সিলেটের আবহাওয়া ছিল এমনই যে, ম্যাচ হবে কি-না – টসের কিছুক্ষণ আগপর্যন্তও সেটি নিয়ে ছিল অনিশ্চয়তা। যাহোক, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই শুরু হয়েছে সব কিছু। ম্যাচটি শেষ হতেও সময় লাগেনি না খুব একটা। হাসান মাহমুদের পাঁচ উইকেটের তোপে ১০১ রানেই গুটিয়ে যাওয়া আয়ারল্যান্ডকে শেষ পর্যন্ত ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ফলে, ওয়ানডে সিরিজটি তামিম ইকবালের দল জিতলো ২-০ ব্যবধানে। ওয়ানডেতে টাইগারদের ১০ উইকেটের ব্যবধানে এটিই প্রথম জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজটি শুরু হয়েছিল নিজেদের রেকর্ড সংগ্রহ গড়ার মধ্য দিয়ে। শেষটাও হলো রেকর্ড জয় দিয়েই।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে বৃহস্পতিবার (২৩ মার্চ) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি বাংলাদেশের জন্য দু’টি দিক থেকে অনন্য। এই প্রথম বাংলাদেশের পেসাররা এক ওয়ানডে ম্যাচে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। আর বাংলাদেশও এই প্রথম ওয়ানডেতে পেয়েছে ১০ উইকেটের জয়।

এর আগে, ওয়ানডেতে উইকেটের হিসেবে সবচেয়ে বড় জয় ছিল নয় উইকেটে। বাংলাদেশ নয় উইকেটে পাঁচবার জিতেছে। এই পাঁচ জয়ের দুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, বাকী তিনটি – কেনিয়া, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এর আগে, ১২ বার ওয়ানডের এক ম্যাচে প্রতিপক্ষের আট উইকেট নিতে পেরেছেন বোলাররা। আর সাত উইকেট নিতে পেরেছেন ২১ বার।

সিলেটে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ১০ উইকেটের পাঁচটি নিয়েছেন হাসান মাহমুদ। তাসকিন আহমেদ নিয়েছেন তিন উইকেট এবং ইবাদত হোসেন দুইটি। পেসারদের এমন দাপুটে বোলিংয়ে ২৮.১ ওভারে ১০১ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।

আইরিশদের অল্প রানে আটকে দেওয়ার পরে একটি প্রশ্ন ঘুরছিল – বাংলাদেশ কি নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি উইকেটের জয়টি পাবে? উইকেটের হিসেবে এদিন নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় অর্জন করেছে বাংলাদেশ। আইরিশদের দেওয়া লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ১৩.১ ওভারে; একটিও উইকেট না হারিয়ে।

Loading...