loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

বায়ার্নে নাগল্সমানের স্থলাভিষিক্ত হলেন টুখেল


বায়ার্নে নাগল্সমানের স্থলাভিষিক্ত হলেন টুখেল

বায়ার্ন মিউনিখ আনুষ্ঠানিকভাবে কোচ ইউলিয়ান নাগল্সমানকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে জানিয়ে দিয়েছে নতুন কোচ হিসেবে টমাস টুখেলকে নিয়োগ দেওয়ার কথা। বরুসিয়া ডর্টমুন্ড, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও চেল্সির সাবেক কোচ টুখেলের সঙ্গে বায়ার্নের চুক্তি ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। সবকিছু ঠিক থাকলে সোমবার (২৭ মার্চ) থেকে বায়ার্নের অনুশীলনে যোগ দেবেন তিনি।

নাগল্সমানের সঙ্গে সম্পর্ক ছেদের সিদ্ধান্ত ক্লাবের সভাপতি হার্বার্ট হেইনারের সঙ্গে কথা বলে প্রধান নির্বাহী অলিভার কান ও ক্রীড়া বোর্ডের সদস্য হাসান সালিহামিড নিয়েছেন বলে বায়ার্নের পক্ষ থেকে জানানো হয়েছে।

নাগল্সমানের সঙ্গে সম্পর্ক ছেদ নিয়ে জার্মানি ও বায়ার্ন মিউনিখের সাবেক অধিনায়ক কান বলেছেন, ‘২০২১ সালে আমরা যখন ইউলিয়ান নাগল্সমানকে বায়ার্নকে নিয়ে আসি, তাঁর সঙ্গে লম্বা সময় কাজ করা যাবে বলেই ভেবেছিলাম। কিন্তু, গত বছর বুন্দেসলিগার শিরোপা জেতার পরও আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, বিশ্বকাপের পর আমরা সফলতাও কম পাচ্ছি এবং খেলার সৌন্দর্যও কমেছে।’

তিনি এরপর বলেছেন, ‘সব মিলিয়ে আমরা এখন এটা (নাগল্সমানকে বরখাস্ত) করছি। তবে, ব্যক্তিগতভাবে এবং ক্লাবের পক্ষ থেকে আমি ইউলিয়ান আর তাঁর কোচিং দলকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতে তাঁর সাফল্য কামনা করছি।’

Loading...