loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

‘ইত্যাদি’তে বাঁধন, সাবিলা ও তুষি


‘ইত্যাদি’তে বাঁধন, সাবিলা ও তুষি

ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে একসঙ্গে দেখা যাবে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে। জনপ্রিয় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রতিবারের মতোই ঈদের পরেরদিন প্রচার করা হবে।

বাংলাদেশি অভিনেত্রী – আজমেরী হক বাঁধন, সাবিলা নূর ও নাজিফা তুষিকে একসঙ্গে পাওয়া যাবে ঈদের বিশেষ ‘ইত্যাদি’তে। অনুষ্ঠানটি ঈদের পরেরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে। ‘ইত্যাদি’র নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই তিনজন অভিনেত্রীর সঙ্গে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক অভিনয় করবেন তিনটি সামাজিক ব্যাধি বিষয়ে।

এবারের ‘ইত্যাদি’ ধারণ করা হয়েছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। 

বিশেষ এই আয়োজনে দেশাত্মবোধক গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন। এই গানে পর্দায় দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবল ও ক্রিকেট দলের খেলোয়াড়দের।

এছাড়া, আরও থাকবে ত্রিমাত্রিক নাচ; পরিবেশন করেছেন শিবলী মহম্মদ ও শামীম আরা নিপা। তাঁদের সঙ্গে ছিলেন দেড় শতাধিক নৃত্য ও অভিনয়শিল্পী।

বরাবরের মতোই ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

Loading...