loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

নয় বছর পরে কোপা ডেল রে শিরোপা রিয়ালের


নয় বছর পরে কোপা ডেল রে শিরোপা রিয়ালের

রিয়াল মাদ্রিদ দীর্ঘ নয় বছর পরে কোপা ডেল রে’র শিরোপা জিতলো। কোচ কার্লো আনচেলত্তির হাত ধরেই আবারও সান্টিয়াগো বার্নাবিউতে ফিরলো মর্যাদার এই মুকুট। পক্ষান্তরে, ওসাসুনার প্রথমবারের মতো শিরোপা জয়ের প্রতীক্ষা আরও দীর্ঘায়িত হলো। লস ব্লাঙ্কোস সমর্থকদের আরও একবার উল্লাসে ভাসিয়ে দেন রদ্রিগো।

সেভিয়ায় শনিবার (৬ মে) ২০তম কোপা ডেল রে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই লিড নেয় রিয়াল। মাত্র ১০৬ সেকেন্ডে স্কোর শিটে নাম লিপিবদ্ধ করেন রদ্রিগো। যদিও, শুরুতেই পিছিয়ে পড়ে আক্রমণাত্মক খেলেছে ওসাসুনা। আব্দে ইজ্জাজুলি থিবো কর্টোয়াকে পরাস্ত করলেও ডানি কারভাহালের কল্যাণে সমতায় ফিরতে পারেননি আরাসাতের শিষ্যরা।

বিরতির আগেই গোল ব্যবধান বাড়তে পারতো; যাহােক, সেটি হয়নি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ওসাসুনাকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন লুকাস তোরো। ৫৮ মিনিটে মৌসুমে স্প্যানিশ মিডফিল্ডারের গোলে সমতা এনেছিল লজ রোখিয়োস; তবে, তাঁদের সেই স্বপ্ন চাপা পড়ে রদ্রিগোর ৭০ মিনিটের গোলে।

ফরাসি তারকা করিম বেন্জেমা এদিন একাধিক সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হন । তবে, এদিন তিনি মার্সেলোর রেকর্ড বুকে ভাগ বসিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান তারকার সমান সর্বাধিক ২৫টি শিরোপা এখন বেন্জেমার নামের পাশে।

স্পেনের লিগ শিরোপার দৌড় থেকে থেকে অনেকটাই ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। তবে, চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ এখনো রয়েছে আনচেলত্তি শিষ্যদের।

Loading...