loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

দ্বিতীয় স্থানে ইউভেন্টাস, পগ্বা আবার ইনজুরিতে


দ্বিতীয় স্থানে ইউভেন্টাস, পগ্বা আবার ইনজুরিতে

ইউভেন্টাস পয়েন্ট তালিকায় তলানির ক্লাব ক্রেমোনেসেকে ২-০ গোলে হারিয়ে সিরি আ’ লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। রোববার (১৪ মে), এক বছরেরও বেশি সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে মূল একাদশের হয়ে প্রথম খেলার সুযোগ পেয়ে আবারো ইনজুরির কবলে পড়েছেন পল পগ্বা। নিকোলো ফাগিওলি  ও গ্লেইসন ব্রেমারের গুরুত্বপূর্ণ গোল ইউভেন্টাসের দ্বিতীয় অবস্থানকে সংহত করেছে। এখন তালিকার তৃতীয় স্থানে থাকা  ইন্টার মিলানের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে গেছে ইউভ; যেটি ইউভেন্টাসের আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণের আশাকে জোরালো করেছে।

মাসিমিলিয়ানো আলেগ্রির দল এখন পঞ্চম স্থানে থাকা এসি মিলানের চেয়ে এগিয়ে রয়েছে আট পয়েন্টের ব্যবধানে। মিলান শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের ইউরোপিয় অভিজাত আসরে সুযোগ নিশ্চিতের জন্য মরিয়া হয়ে রয়েছে।

শাস্তির অংশ হিসেবে ইউভেন্টাসের ১৫ পয়েন্ট কর্তনের সিদ্ধান্তটি প্রত্যাহার হয়েছে গত মাসে। ইতালীয় শীর্ষ ক্রীড়া আদালত ইতালির ফুটবল ফেডারেশনের আদালতকে তাঁদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেয়। অবশ্য শেষ পর্যন্ত যদি শাস্তি বহাল থাকে, তাহলে শীর্ষ চারের অবস্থান থেকে ইউভেন্টাসের ছিটকে যাবার ঝুঁকি থাকবেই।

এদিন তুরিনে অনুষ্ঠিত ম্যাচের ২৪ মিনিটে ইনজুরিতে পড়েন পগ্বা। মনের দুঃখে জার্সি দিয়ে মুখ ঢেকে মাঠ ছাড়েন এই ফরাসি তারকা। বাঁ পায়ের উরুতে চোট পেয়েছেন তিনি।

কোচ আলেগ্রি বলেছেন, ‘সে মোটামুটি ভালো খেলছিল। তাঁর এমন বিদায়ে আমরা খুবই হতাশ। কারণ, ফর্মে ফেরার জন্য সে অনেক কষ্ট করেছে।’

৫৫ মিনিটে গোল করে ইউভেন্টাসকে এগিয়ে দেন ফাগিওলি। ৭৯ মিনিটে গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন ব্রেমার।

রোববার অনুষ্ঠিত লিগের অন্যান্য ম্যাচে ফিওরেন্টিনা ২-০ গোলে উদিনেস, মোঞ্জা একই ব্যবধানে নাপোলি এবং তুরিনো ১-০ গোলে ভেরোনার বিপক্ষে জিতেছে।

Loading...