loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটি


রিয়ালকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সিটি

ম্যানচেস্টার সিটি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে রীতিমতো বিধ্বস্ত করেছে। প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র হলেও ঘরের মাঠে দ্বিতীয় লেগে স্পেনের  ক্লাবটিকে চার-চারটি গোল উপহার দিয়েছে ইংলিশ ক্লাবটি। ফলে, দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটলো পেপ গার্দিওলার দল। ফাইনালে সিটির প্রতিপক্ষ ইতালির ক্লাব ইন্টার মিলান।

ইতিহাদ স্টেডিয়ামে বুধবার (১৭ মে) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিক দল। দুই প্রান্তে বার্নার্ডো সিলভা-জ্যাক গ্রিলিশ খেলেছেন দারুণ। তাঁদের থামাতে হিমশিম খেয়েছে রিয়ালের রক্ষণভাগ। গোল পেতে পারতেন আর্লিং হালান, তাঁর দুটি হেড ও একটি শট অনন্য দক্ষতায় বাঁচিয়ে দেন রিয়ালের দেয়াল থিবাউ কোর্টোয়া।

প্রথমার্ধে হালানের দুইটি হেড কোর্টোয়া-বাধায় পড়লেও সিলভাকে আটকানো যায়নি; ২৩ মিনিটে কেভিন ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে সিলভার জোরালো শট চলে যায় রিয়ালের জালে।

১৪ মিনিট পরে আবারও গোল পায় সিটি। জ্যাক গ্রিলিশ বল বাড়িয়ে দেন গুন্ডোয়ানের দিকে, তাঁর শট রুখে দেন এডার মিলিটাও; কিন্তু, বল পুরোপুরি ক্লিয়ার করতে না পারায় ডি বক্সে শূন্যে ভাসা বল পেয়েই দারুণ হেডে দ্বিতীয়বারের মতো বল জালে জড়িয়ে দেন সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফ্রিকিক থেকে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়ালের সামনে। আলাবার শটে বল ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল; কিন্তু, কর্নারের বিনিময়ে সে-যাত্রায় সিটিকে রক্ষা করেন এডারসন।

সিটি ৭২ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পায়। রিয়ালের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বক্সে ঢুকে পড়েন হালান, সামনে একমাত্র বাধা কোর্টোয়া প্রতিপক্ষের শট রুখে দেন।

চার মিনিট পরে নিজেদের ভুলেই ম্যাচ থেকে ছিটকে যায় রিয়াল। ডি ব্রুইনার ফ্রিকিক বক্সে কেউ ছোঁয়া দিতে পারেনি; সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মাদ্রিদ ডিফেন্ডার মিলিটাও।

শেষ মুহূর্তেও গোল হজম করেছে কার্লো আনচেলোত্তির রিয়াল। তিন মিনিট যোগ করা সময়ের প্রথম মিনিটে ফিল ফোডেনের পাস বক্সে পেয়ে প্রথম ছোঁয়াতেই জালে স্পর্শ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।

এই জয় সিটিকে শুধু ফাইনালেই নিয়ে যায়নি, মৌসুমে ট্রেবল জয়ের আত্মবিশ্বাসের পালেও জোরেশোরে হাওয়া দেবে।

তুরস্কের রাজধানী ইস্তানবুলে হবে এবারের ফাইনাল ম্যাচটি।

Loading...