এদিন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)’র দুই গোল এলো আট মিনিটের মধ্যে; দুটোই কিলিয়ান এমবাপের করা। প্রথমটির সহযোগী ফ্যাবিয়ান, পরেরটার লিওনেল মেসি। দুই গোলেই এমবাপের ফিনিশিং ছিল যথারীতি দারুণ। পিএসজি দুই গোলে এগিয়ে গেলে লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকায় ষোড়শ স্থানে থাকা উসে এর পরে ঘুরে দাঁড়াবে – এমন আশা হয়তো করেননি কেউই। দলটি সেটা করতেও পারেনি।
অবশ্য, ৫১ মিনিটে উসে’র হয়ে ল্যাসাইন সিনায়োকো একটা গোল শোধ করে ঘুরে দাঁড়ানোর আশা কিছুটা হলেও জাগিয়েছিলেন। যাহােক, শেষ পর্যন্ত আর নাটকীয় কিছু হয়নি; পিএসজি ম্যাচ জিতেছে ২-১ গোলে।
রোববারের (২১ মে) এই জয়ে লিগ ওয়ান-এর ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা পিএসজি’র পয়েন্ট হলো ৮৪। সমান-সংখ্যক ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা লাঁস-এর পয়েন্ট ৭৮। বাকি দুই ম্যাচ যদি পিএসজি হেরেও যায় এবং লাঁস নিজেদের দুই ম্যাচেই জিতে, দুই দলেরই পয়েন্ট সমান হবে। লিগের নিয়মানুযায়ী, শিরোপার লড়াইয়ে পয়েন্ট সমান হলে প্রথমেই দেখা হয় গোল ব্যবধান।
আপাতত পিএসজি’র গোল ব্যবধান +৫০, লাঁসের +৩৪। বাকি দুই ম্যাচে এই ব্যবধান ঘোচানো লাঁস-এর জন্য অসম্ভবই বলা যায়। তাই, কাগজে কলমে এখনো চ্যাম্পিয়ন না হলেও এই ম্যাচের পর মেসি-এমবাপেরা এখন নিজেদের চ্যাম্পিয়ন ভাবতেই পারেন।
অবশ্য, পিএসজি’র জন্য এটি নতুন কোনো অভিজ্ঞতা নয়, গত ১০ মৌসুমে আটবারই ফরাসি লিগের শিরোপা জিতেছে ক্লাবটি।