loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

স্মার্ট উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব


স্মার্ট উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব

এসএমই ফাউন্ডেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও স্মার্ট দক্ষ করে তুলতে একসাথে কাজ করবে। এছাড়া, প্রতিষ্ঠান দু’টি উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন এবং ব্যবসা প্রসারে পারস্পরিক নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণকে আরও বেগবান করতে একত্রে কাজ করবে। এই মর্মে গত ১৭ মে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ই-ক্যাব-এর পক্ষে সভাপতি শমী কায়সার সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – এসএমই ফাউন্ডেশন চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন – এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, ই-ক্যাব উইমেন্স ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহ-সভাপতি জেরিন মারজান খানসহ এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব-এর কর্মকর্তাবৃন্দ।

চুক্তি প্রসঙ্গে ই-ক্যাব সভাপতি শমী কায়সার বলেন, ই-কমার্সে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমবর্ধমান এবং সারাদেশে কেবল ই-কমার্সের সাথেই যুক্ত রয়েছেন তিন লাখ উদ্যোক্তা। জাতীয় অর্থনীতিতে এঁদের অবদান নেহায়েতই কম নয়। তাঁদের এই অবদানকে আরও বেগবান করতে ও বিভিন্ন পর্যায়ে তাঁদেরকে তথ্যপ্রযুক্তি, তথা ডিজিটাল লিটারেসি ও ফিনান্সিয়াল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে এবং দেশ-বিদেশে তাঁদের ব্যবসার প্রসারে এখন থেকে একসাথে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব। এসএমই ফাউন্ডেশন দেশের তৃণমূল পর্যায়েও উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। বিশেষ করে, নারী উদ্যোক্তা উন্নয়নে বেশ ভালো কাজ করছে। এক্ষেত্রে, এসএমই’র এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের পক্ষে তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তাদের ই-কমার্স-এর সাথে সংযুক্ত করাটা সহজ হবে।

এসএমই ফাউন্ডেশন-এর চেয়ারম্যান ড. মোঃ মাসুদুর রহমান বলেন, দেশের মোট কর্মক্ষম নারী জনগোষ্ঠীর মধ্যে বর্তমানে ৩২% নারীই জাতীয় অর্থনীতির সাথে সংযুক্ত। অন্যদিকে, তথ্যপ্রযুক্তির উৎকর্ষে সৃষ্টি হচ্ছে উন্নয়নের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। কর্মক্ষম নারীদের অংশগ্রহণ বাড়াতে এবং উদ্যোক্তাদের প্রযুক্তিসহ অন্যান্য বিষয়ে দক্ষ করে তুলতে হবে, যাতে উন্নয়নের এই সোপানে তাঁরাও সহযাত্রী হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কর্মকাণ্ডের অংশীদার হতে পারেন। এই চুক্তির সফলতায় আমরা স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার মাধ্যমে কাজ করবো।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান বলেন, দেশের উদ্যোক্তাদের ডিজিটাল বিজনেসের সাথে সংযুক্ত করতে এবং তাঁদের স্বার্থ সংরক্ষণে ই-ক্যাব অনেকদিন ধরে কাজ করছে। আমরাও সারাদেশে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, বাজার প্রসার, অর্থনৈতিক দক্ষতা উন্নয়নসহ ইত্যাদি বিষয়ে কাজ করছি। এই চুক্তির মাধ্যমে আমাদের এই কাজগুলোই এখন আরও বেগবান হবে। সেই সাথে, তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তির সাথে সম্পৃক্ততা আরও বাড়বে এবং তাঁরা প্রযুক্তি-দক্ষতায় উন্নীত হয়ে ব্যবসায়িকভাবে এগিয়ে যাবে।

এছাড়া, চুক্তি অনুযায়ী, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুরক্ষা ও উন্নয়নে একসাথে কাজে করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...