জনপ্রিয় মার্কিন পপ ও রক তারকা টিনা টার্নার আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। টিনার প্রচার কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বলা হয়েছে, বুধবার (২৪ মে) সুইটজাল্যান্ডের জুরিখের পার্শ্ববর্তী খুইস্নাখ্ট এলাকায় নিজ বাড়িতে মৃত্যু হয় টিনার। গত কয়েক বছরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়েছিল। তিনি কিডনির জটিলতায়ও ভুগছিলেন।
টিনা গত শতকের ষাটের দশকে স্বামী ইকের সঙ্গে জনপ্রিয়তা পান। তাঁদের ‘প্রাউড ম্যারি’ ও ‘রিভার ডিপ’, ‘মাউন্টেইন হাই’ গানগুলো তুমুল শ্রোতাপ্রিয় হয়েছিল। ১৯৭৮ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় টিনার। এরপর, আশির দশকজুড়ে টিনা এককভাবে গান গেয়ে সফল হন; রীতিমতো তারকা হয়ে ওঠেন তিনি। দরাজ কণ্ঠ, মঞ্চে দারুণ পরিবেশনা তাঁকে দর্শক-শ্রোতার মনে জায়গা করে দিয়েছিল। ওই সময় টিনাকে ‘রক অ্যান্ড রোল’ সংগীতের রানি বলা হতো। ‘দি বেস্ট’ তাঁর অন্যতম জনপ্রিয় গান।
যুক্তরাষ্ট্রের টেনেসিতে জন্ম নেওয়া টিনা আটবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন। ২০২১ সালে ‘রক অ্যান্ড রোল-এর হল অফ ফেইম’-এ একক শিল্পী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। টিনা, এর আগে, ১৯৯১ সালে সাবেক স্বামী ইকের সঙ্গে ‘হল অফ ফেইম’-এ অন্তর্ভুক্ত হন।