loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

মার্টিনেজের দুই গোলে ইতালিয়ান কাপ জিতলো ইন্টার


মার্টিনেজের দুই গোলে ইতালিয়ান কাপ জিতলো ইন্টার

ইন্টার মিলানের পক্ষে এবার সিরি-আ লিগ জেতা সম্ভব হয়নি; তারপরও ‘ট্রেবল’ জয়ের আশা রয়েছেই ক্লাবটির। গত জানুয়ারিতে এসি মিলানকে হারিয়ে জিতেছে ইতালিয়ান সুপার কোপা; বুধবার (২৪ মে) ফিওরেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করে ইতালিয়ান কাপ (কোপা ইতালিয়া)-ও জিতলো ইন্টার। টানা দুই ইতালিয়ান কাপ জয়ের পরে মিলানের ক্লাবটির সামনে এখন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। আগামী ১০ জুন ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলেই ‘ট্রেবল’জেতা হয়ে যাবে তাঁদের।

এদিন এস্তাদিও অলিম্পিকো স্টেডিয়ামে ইন্টারের শুরুটা ভালো হয়নি। ম্যাচের তৃতীয় মিনিটে নিকো গঞ্জালেসের গোলে এগিয়ে যায় ফিওরেন্টিনা। জোনাথন ইকোনের ক্রস থেকে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচে পরের দু’টি গোলও একজন আর্জেন্টাইনের; আর তিনি হলেন – লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধেই (২৯ ও ৩৭ মিনিটে) দুই গোল করেছেন তিনি। শেষ পর্যন্ত, এই ব্যবধান ধরে রেখে ইতালিয়ান কাপে নিজেদের নবম শিরোপা পেলো ইন্টার।

মার্টিনেজ ইন্টারের হয়ে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলকও; ক্লাবের হয়ে ১০১ গোল করলেন তিনি। আর চলতি মৌসুমে ২৭ গোল হলো তাঁর। মার্টিনেজের ক্যারিয়ারে এক মৌসুমে এটিই সর্বোচ্চ গোলের রেকর্ড। মৌসুমটা দারুণ কাটছে তাঁর। দেশের হয়ে বিশ্বকাপ জয়ের পরে উঠেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও। মার্টিনেজকে তাই ব্যক্তিগত ‘ট্রেবল’ও হাতছানি দিচ্ছে। তিনি এই মৌসুমে ইন্টারের হয়ে নিরবচ্ছিন্নভাবেও খেলছেন। চলতি মৌসুমে ক্লাবটির ৫৪ ম্যাচের সবগুলোতেই মাঠে নেমেছেন তিনি!

পক্ষান্তরে, ফিওরেন্টিনা ২০০১ সালের পরে বুধবারই প্রথম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছিল। অবশ্য, পরাজিত হলেও এই মৌসুমে শিরোপার আশা শেষ হয়ে যায়নি দলটির। আগামী ৭ জুন প্রাগ-এ ইউরােপা কনফারেন্স লিগের ফাইনালে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে তাঁরা।

গত রোববার নাপোলির বিপক্ষে পরাজয়ে ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন করে এদিনের দল সাজিয়েছিলেন ইন্টারের কোচ সিমোনে ইনজাগি। আগামী মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিতলে কোচ হিসেবে নিজের সর্বশেষ সাত ফাইনালের সবগুলোতে জয় পাওয়া ইনজাগির জন্য মৌসুমটা আরও দুর্দান্ত হবে – তা বলাই বাহুল্য।

শিরোপা জয়ের পরে ইন্টার কোচ বলেছেন, ‘ভালো লাগছে। কাপটা আমরা জিততে চেয়েছিলাম এবং তা পেরেছি। ফিওরেন্টিনা খুবই ভালো দল; তাঁরা আমাদের সমস্যায় ফেলেছিল।’

Loading...