loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মাটিপের আত্মঘাতী গোলে লিভারপুলকে হারালো টটেনহ্যাম

  • মার্টিনেজের চার গোলে ইন্টারের জয়, জিতেছে নাপোলিও

  • বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল

  • ‘হার্টের যত্নে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি’

  • ‘হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে’

রদ্রিগোর দুই গোলে সেভিয়াকে পরাজিত করেছে রিয়াল


রদ্রিগোর দুই গোলে সেভিয়াকে পরাজিত করেছে রিয়াল

রিয়াল মাদ্রিদ শনিবার (২৭ মে) লা লিগায় পিছিয়ে থেকেও রদ্রিগোর দুই গোলে সেভিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদকে চার পয়েন্টে পেছনে ফেলেছে ‘লস ব্লান্কোস’। ইনজুরিতে থাকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই এদিন মাঠে নেমেছিল মাদ্রিদ। গত সপ্তাহে ভ্যালেন্সিয়ায় বর্ণবাদের শিকার হওয়ার পর থেকে সারাবিশ্বের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন ভিনিসিয়াস। শুধুমাত্র স্পেন নয়, পুরো বিশ্বই ভিনির প্রতি এই ধরনের আচরণে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। কার্লো আনচেলত্তির দলে এদিন আক্রমণভাগে ইনজুরির কারণে আরও ছিলেন না করিম বেন্জেমা ও মার্কো আসেন্সিও।

চোটের কারণে কার্লো আনচেলত্তি সেভিয়ার বিপক্ষে দলে পাননি করিম বেন্জেমা ও মার্কো আসেন্সিওকে। রিয়ালের একাদশে নিয়মিত খেলা ফরোয়ার্ডদের মধ্যে আনচেলত্তির হাতে একমাত্র রদ্রিগোই ছিলেন এই ম্যাচের জন্য। দলের প্রয়োজনে এগিয়ে আসার সুযোগ পেয়ে সেটাকে খুব ভালোভাবেই কাজে লাগিয়েছেন ভিনিসিয়ুসের ব্রাজিলিয়ান সতীর্থ রদ্রিগো। দুই গোল করে সেভিয়ার বিপক্ষে রিয়ালকে জিতিয়েছেন তিনি ২-১ ব্যবধানে। রদ্রিগোর সামনে সুযোগ ছিল হ্যাটট্রিকের। শেষ বাঁশি বাজার ১০ মিনিট আগে আনচেলত্তি তাঁকে তুলে নেওয়ায় সেটা আর হয়নি।

আগেই লা লিগার শিরোপা হারানো রিয়াল সেভিয়ার তৃতীয় মিনিটে পিছিয়ে পড়েছিল। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে গোলে রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। ৬৯ মিনিটে জয়সূচক গোলটি ছিল সেভিয়ার ডিফেন্ডারকে বোকা বানিয়ে করা।

কোন গোলটিকে এগিয়ে রাখবেন – ম্যাচ শেষে যেন সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না রিয়াল তারকা। নিজের গোল দু’টি নিয়ে তিনি বলেছেন, ‘একটা বেছে নেওয়া কঠিন, দুটিই দারুণ গোল; দ্বিতীয়টা হয়তো একটু বেশি। কিন্তু, ফ্রি-কিক থেকে গোল (প্রথমটি) সব সময়ই বিশেষ। আমরা সবসময় এটা অনুশীলন করি এবং নিজেদের মধ্যে এ-নিয়ে কথা বলি। (ম্যাচে) যে সবচেয়ে আত্মবিশ্বাসী থাকে, সেই ফ্রি-কিক নেয় এবং এ-ম্যাচে আমি বলটি নিয়েছি।’

চলতি মৌসুমে লিগে রিয়ালের হয়ে নয় গোল করা রদ্রিগোকে নিয়ে উচ্ছ্বসিত আনচেলত্তি, ‘রদ্রিগো সেন্টার ফরোয়ার্ড হিসেবে দাঁড়িয়ে গেছে। সে এ-জায়গায় খেলতে পারে। সে আলাদা; বক্সের মধ্যে তাঁর ড্রিবলের কারণে গোল করা সহজ হয়ে যায়।’

রিয়াল মে মাসের শুরুতে কোপা ডেল রে জয় করেছে। তবে, ম্যানচেস্টার সিটির কাছে সেমিফাইনালে পরাজিত হয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে বর্তমান শিরোপাধারী দলটি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে লা লিগার শিরোপাও হাতছাড়া হয়েছে তাঁদের। 

বার্সেলোনা ২০১৯ সালের পরে এবারই প্রথমবারের মতো লা লিগা শিরোপা জয় করেছে।

Loading...