loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শিল্পকলায় তিনদিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স সমাপ্ত


শিল্পকলায় তিনদিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স সমাপ্ত

নাট্য সমালোচনা ও নাটক মূল্যায়নের প্রেক্ষিত, সেট, লাইট, কস্টিউম, প্রপ্স- এর যথাযথ ব্যবহারসহ নাটকের বিভিন্ন বিষয় নিয়ে থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্সের তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মঙ্গলবার (১৩ জুন) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একাডেমির আয়োজনে ও নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় এই কোর্সে  প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিনেতা তারিক আনাম খান। তিনি অংগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।

১১ জুন থেকে ১৩ জুন অনুষ্ঠিত এই কার্যক্রমে নাটকের বিভিন্ন দিক উঠে এসেছে। একটি পরিপূর্ণ নাটক নির্মাণে যথাযথ আনুষাঙ্গিক বিষয়বস্তুর ব্যবহার যেমন জরুরি, তেমনি নাটকের বক্তব্য এ-সবের বাহুল্যের কারণে যেন হারিয়ে না যায়, কিংবা মনোযোগ থেকে যেন সরে না যায় – সে-বিষয়েও আলোচনা করা হয়।

এতে আরও উল্লেখ করা হয়, নাট্যসমালোচনার ক্ষেত্রে নাটকের লক্ষ্য হবে – একটি গল্পের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে মূল বক্তব্য উপস্থাপন করা। দর্শক কোনোভাবে যদি নাটকের বার্তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে, নাট্য প্রযোজনার ক্ষেত্রে সেগুলোও চিহ্নিত করার বিষয়গুলোও আলোচনায় উঠে এসেছে। অর্থাৎ, ঘটনা ও গল্পের সাথে আলো ও শব্দের সমন্বয়ে যেন একই ধরনের বার্তা নাটকে প্রকাশ পায় – নাট্যসমালোচনায় সেই বিষয়গুলো তুলে ধরেন তারিক আনাম খান।

এই অ্যাপ্রিসিয়েশন কোর্সে থিয়েটার কর্মী, মঞ্চাভিনেতা, সাংবাদিকসহ প্রায় ৪০ জন অংশ নেন।

Loading...