loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই


স্বাধীন বাংলা বেতারের শিল্পী বুলবুল মহলানবীশ আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পরে শুক্রবার (১৪ জুলাই) ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ। এছাড়া, বুলবুল মহলানবীশের ভাইয়ের মেয়ে নাট্যকর্মী, অভিনেত্রী জয়ীতা মহলানবীশও সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেন।

বুলবুল মহলানবীশের শেষকৃত্যানুষ্ঠান নিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুলবুলের ছেলে আমেরিকায় থাকেন, ছেলের সঙ্গে আলাপ করে সব কিছু চূড়ান্ত হবে। দু’দিন পরেই হতে পারে।

কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেন। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাকিস্তানি হানাদারবাহিনী আত্মসমর্পণ করছিল, ঠিক সেই মাহেন্দ্রক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’ গানটি। বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেওয়া শিল্পীদের অন্যতম – বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ।

পরবর্তী সময়ে জীবনের পুরোটাই তিনি সংগীতের সাথে মিশে ছিলেন। তাঁর গাওয়া গানের দু’টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। এছাড়া, লেখালেখিতেও বিকশিত করেছেন নিজেকে। তাঁর লেখা প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১২। টেলিভিশন, বেতার ও মঞ্চে শিল্প-সাহিত্য কিংবা সঙ্গীত ও নাট্যবিষয়ক অনুষ্ঠানে উপস্থাপক হিসেবেও সমাদৃত ছিলেন তিনি।

বুলবুল মহলানবীশ সাংগঠনিক পদেও দক্ষতার পরিচয় দিয়েছেন। নজরুল সঙ্গীতশিল্পী পরিষদের সহ-সভাপতি, রবীন্দ্র একাডেমির সাধারণ সম্পাদকসহ জাতীয় কবিতা পরিষদ, উদীচী বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সঙ্গীতচর্চা ও লেখালেখির জন্য বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খ্যাতিমান শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, বুলবুল মহলানবীশ একাধারে কবি, লেখক, গায়ক, আবৃত্তিশিল্পী, অভিনেতা এবং টেলিভিশন-বেতার-মঞ্চে শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। তিনি ছিলেন সাংস্কৃতিক ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি আরও বলেন, বুলবুলের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিখ্যাত এই শিল্পী তাঁর কাজের মধ্য দিয়ে দেশবাসীর কাছে বেঁচে থাকবেন।

Loading...