loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

ফুলেল শ্রদ্ধায় বুলবুল মহলানবীশকে চিরবিদায়


ফুলেল শ্রদ্ধায় বুলবুল মহলানবীশকে চিরবিদায়

গুণী সংগীতশিল্পী বুলবুল মহলানবীশকে দেশের সংস্কৃতি অঙ্গনের মানুষেরা সোমবার (১৭ জুলাই) ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শব্দসৈনিকের মরদেহ এদিন বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় । সেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১২টা পর্যন্ত তাঁর মরদেহ শহীদ মিনারে রাখা হয়েছিল। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধানুষ্ঠানে বুলবুল মহলানবীশকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন বাংলাদেশ সংগীত সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, ছায়ানট, সেক্টর কমান্ডার্স ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতা-সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন, সংগীতশিল্পী তিমির নন্দীসহ অনেকে।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে একসঙ্গে কাজ করেছিলেন বুলবুল মহলানবীশ ও তিমির নন্দী। শ্রদ্ধা নিবেদন শেষে তিমির নন্দী বলেন, ‘তাঁর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা একসঙ্গে কাজ করেছি। আমাদের, দেশের মানুষের অনেক চাওয়া ছিল তাঁর কাছে। কিন্তু, তিনি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর এই চলে যাওয়ায় আমরা একজন অভিভাবক হারালাম, তেমনি দেশ একজন রত্ন হারালো।’

গুণীজন ও মুক্তিযোদ্ধাদের জীবিত থাকা অবস্থায় রাষ্ট্রীয় সম্মান দেওয়ার আহ্বানও জানিয়েছেন এই শিল্পী।

বুলবুল মহলানবীশের জন্ম ১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানিবাহিনী যখন আত্মসমর্পণ করছিল, তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি প্রচারিত হয়। এই গানের অন্যতম শিল্পী বুলবুল মহলানবীশ।

বুলবুল মহলানবীশ গত ১৪ জুলাই ভোরে ঢাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তাঁর পরিবার থেকে জানানো হয়েছে, সবুজবাগের বরদেশ্বরী কালী মন্দিরে শেষকৃত্য সম্পন্ন হবে।

Loading...