loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

আসছে ‘অর্থহীন’-এর ‘ফিনিক্সের ডায়েরি ২’


আসছে ‘অর্থহীন’-এর ‘ফিনিক্সের ডায়েরি ২’

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অর্থহীন’ তাঁদের ব্যতিক্রমী অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পরে এবার সেটির ধারাবাহিক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। মঙ্গলবার রাতে এক ফেইসবুক লাইভে ব্যান্ডটির দলনেতা সাইদুস সুমন জানান, তাঁরা অগাস্টের মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু করবেন। এ-বছর নভেম্বরে প্রকাশ করা হবে ‘ফিনিক্সের ডায়েরি ২’ এর অন্তত দুইটি গান।

‘অর্থহীন’-এর গায়ক ও বেসবাদক সুমন ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত। তিনি ‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশ করে বেশ প্রশংসিত হয়েছেন। এবার ঘোষণা দিলেন ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম প্রকাশের। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে এক ফেইসবুক লাইভে সুমন জানান, অগাস্টের (২০২৩) মাঝামাঝির দিকে অ্যালবামের গান রেকর্ডিং শুরু হবে। নভেম্বরে প্রকাশ করা হবে অ্যালবামটির অন্তত দুইটি গান। সবকিছু ঠিক থাকলে, ডিসেম্বরের মধ্যেই অ্যালবামের বেশিরভাগ গান প্রকাশ পাবে।

‘অর্থহীন’ এর আগে ২০১৮ সালে ‘কারণ তুমি অমানুষ’ গানটি প্রকাশ করেছিল। ব্যান্ডটির ‘ক্যানসারের নিশিকাব্য’ নামের অ্যালবাম মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। এরপরে, অনিবার্য কারণে দীর্ঘ এক বিরতির পরে ‘ফিনিক্সের ডায়েরি-১’ অ্যালবামটি প্রকাশিত হয়।

‘অর্থহীন’ ২৮ জুলাই ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)’র নবরাত্রি হলে ‘দি আলটিমেট রক ফেস্ট-২০২৩’-এ অংশ নেবে।

উল্লেখ্য, গত মার্চে ব্যান্ড ছেড়েছেন ২০০৩ সালে দলে যোগ দেওয়া গিটারিস্ট শিশির আহমেদ। ফেইসবুক লাইভে সুমন জানান, ব্যান্ডের আগামী কনসার্টে তাঁদের সঙ্গে অতিথি শিল্পী (গিটার বাদক ও কিবোর্ড বাদক) অংশগ্রহণ করতে পারেন।

Loading...