loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বিএসএমএমইউ-তে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু


বিএসএমএমইউ-তে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর বহির্বিভাগে অনলাইন ৪৩টি বিভাগের জন্য অ্যাপয়েন্টমেন্ট পদ্ধতি উদ্বোধন করা হয়েছে। প্রতিদিন ১,৬৫০ জন রোগী এই সুবিধা পাবেন। পর্যায়ক্রমে এই সংখ্যা বৃদ্ধি করা হবে। উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বুধবার (২ অগাস্ট) প্রধান অতিথি হিসেবে এটি উদ্বোধন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এর ফলে, একজন রোগী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (http://bsmmu.ac.bd) গিয়ে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ট্যাবে ক্লিক করে তাঁর জন্য প্রয়োজনীয় বিভাগে সুবিধাজনক সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ-সেবা নিতে পারবেন। পরবর্তী সময়ে, অনলাইন পদ্ধতির ধাপে ধাপে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

রোগীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট অপশন গিয়ে নিজের নাম, বয়স, চিকিৎসার বিভাগ, মোবাইল নম্বর ও অ্যাপয়েন্টমেন্টের সময় উল্লেখ করে সাবমিট দিতে হবে। এখানে রোগীরা পছন্দমতো সময় নিতে পারবেন।

বিএসএমএমইউ সূত্র অনুযায়ী, রোগী দেখাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় হলো – সকাল ৮:৩০–০৯:২৯, সকাল ৯:৩০–১০:২৯, সকাল ১০:৩০–১১:২৯ এবং দুপুর ১২:৩০–০১:২৯ মিনিট।

আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য বলেন, এই কার্যক্রম শুরু হওয়ায় সকালে এসে রোগীদের ভীড়ের মধ্যে লাইনে দাঁড়াতে হবে না। রোগী সেবার ক্ষেত্রে সুপার স্পেশালাইজড হাসপাতাল এমন অবস্থায় যাবে যে, রোগীরা বিদেশে যাবেন না – এমন আস্থা তৈরি করা হবে। 

সুপার স্পেশালাইজড হাসপাতালে হেলথ ইনফরমেশন সিস্টেম চালু রয়েছে। সেটি এখানেও চালু করা হবে।

Loading...