loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রাঙ্গামাটি ও নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

  • প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা

  • শেষ মুহূর্তে আর্সেনালকে জয় উপহার দিলেন রাইস

  • ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

  • ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর

মরক্কোয় তাপমাত্রার রেকর্ড


মরক্কোয় তাপমাত্রার রেকর্ড

মরক্কোয় এই প্রথমবারের মতো বাতাসের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২০ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে। তাবদাহ বৃদ্ধির মধ্যেই রোববার (১৩ অগাস্ট) উত্তর-আফ্রিকার দেশটির আবহাওয়া দপ্তর নতুন রেকর্ড সৃষ্টি হওয়ার কথা জানালো। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। মরক্কোর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর আগাদিরের আবহাওয়া কেন্দ্র গত শুক্রবার (১১ অগাস্ট) নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হওয়ার বিষয়টি অবগত করে। এই দিন দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০.৪ ডিগ্রি সেলসিয়াস।

গ্রীষ্মে রেকর্ড তাপমাত্রাসহ ধারাবাহিক তাপমাত্রা দেখার অভিজ্ঞতা রয়েছে মরক্কোর জনগোষ্ঠীর। এর আগে, তাপমাত্রার রেকর্ড ছিল ৪৯.৯ ডিগ্রি সেলসিয়াস। গত ১৩ জুলাই দেশটির পশ্চিমাঞ্চলীয় সাহারা নগরীর স্মারায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, এই তাবদাহ দক্ষিণা শুষ্ক ও গরম বাতাস প্রবাহের কারণে সৃষ্টি হয়। এ-ধরনের তাবদাহে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটে। এতে, মাসিক গড় তাপমাত্রা বৃদ্ধি পাঁচ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

ইউরোপিয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেইঞ্জ সার্ভিসের মতে, বিশ্বে সবচেয়ে উষ্ণতম মাস হলো জুলাই। সারাবিশ্বে ১৯৬১ সালের পরে গত জুলাই মাসে উষ্ণতম স্থানের দিক থেকে মরক্কোর অবস্থান ছিল চতুর্থ।

উত্তর-আফ্রিকার উত্তরাঞ্চলে আগামী কয়েকদিনে তাপমাত্রার সামান্য হ্রাসের পূর্বাভাস রয়েছে।

Loading...