loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রাঙ্গামাটি ও নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

  • প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা

  • শেষ মুহূর্তে আর্সেনালকে জয় উপহার দিলেন রাইস

  • ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

  • ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর

ঢাকা-দক্ষিণের তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা


ঢাকা-দক্ষিণের তিন হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা

ঢাকা-দক্ষিণ সিটি করপোরেশনের অধীন তিনটি হাসপাতালে বৃহস্পতিবার (১৭ আগস্ট) থেকে বিনামূল্যে ডেঙ্গু রোগ সনাক্তকরণ পরীক্ষা করা হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ সিটির মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এই সেবা প্রদান করা হবে।

প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সেবা প্রদান করা হবে। অবশ্য, শুধু প্রথমদিন সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সেবা দেওয়া হবে। 

শুক্রবার ছাড়া সপ্তাহের ছয় দিন এই সেবা চালু থাকবে।

Loading...