loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

বিটিভিতে ‘শিল্প চেতনায় মুজিব’ চিত্র প্রদর্শনী


বিটিভিতে ‘শিল্প চেতনায় মুজিব’ চিত্র প্রদর্শনী

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন মেধাবী শিক্ষার্থীর আঁকা চিত্র নিয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে ‘শিল্প চেতনায় মুজিব’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার (১৬ অগাস্ট) সন্ধ্যায় রাজধানীর রামপুরায় বিটিভি’র ঢাকা কেন্দ্র আয়োজিত এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বিটিভি মিলনায়তন লাউঞ্জে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালির মুক্তি ও মুক্ত ভূখণ্ড প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে শিল্প-কলা-সংস্কৃতিতে ধারণ করে জাতিকে স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিতে হবে।

বিটিভি’র মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহফুজা আক্তার স্বাগত বক্তব্য দেন ও অতিথিদের প্রদর্শণীটি ঘুরে দেখান। 

অর্ধশত চিত্রকর্মের এই প্রদর্শনী আগামী ২২ অগাস্ট পর্যন্ত বিটিভি ফটক থেকে পাস সংগ্রহ করে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দেখা যাবে।

Loading...