loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

নতুন প্রজন্মের নার্সদের সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট


নতুন প্রজন্মের নার্সদের সহায়তায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দেশের নতুন প্রজন্মের নার্সদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেডের সাথে অংশীদারিত্ব করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে ব্যাংকটি কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ (কেএনএসসি)-এর  ১১৮ জন শিক্ষার্থীকে ১৮ মাসব্যাপী ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) সম্পন্ন করতে শিক্ষাগত নানা সহায়তা প্রদান করবে। এছাড়াও, স্নাতকোত্তর সম্পন্নকারীদের ব্যবহারিক কাজের অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে অন্তত দুই বছরের জন্য কুমুদিনী হাসপাতালে কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সিইও নাসের এজাজ বিজয় এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেড-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর রাজীব প্রসাদ সাহা নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর ফ্ল্যাগশিপ কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম হিসেবে পরিচালিত ‘ফিউচারমেকারস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ ডিজাইন করা হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে, বেড়ে উঠতে ও উপার্জনে সাহায্য করার জন্য। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো – স্বাস্থ্যসেবায় সুবিধা প্রদান করা, যেখানে ফিউচারমেকারস উদ্যোগের অংশ হলো – শিক্ষার ব্যাপক প্রসার করা। এই উদ্যোগটির মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত যুবতী মহিলারা যাতে নার্সিংয়ে ক্যারিয়ার গড়তে মানসম্পন্ন স্বাস্থ্য শিক্ষার সুযোগ প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট ও এর অঙ্গসংস্থানগুলো কাজ করে যাচ্ছে।

এ-প্রসঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, “১৭ কোটি জনসংখ্যার একটি জাতির স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা অবশ্যই সহজ নয়। ক্রমবর্ধমান এই জনসংখ্যার চাহিদা পূরণে ব্যাপক পরিমাণে দক্ষ ও প্রশিক্ষিত নার্স এবং স্বাস্থ্যকর্মী প্রয়োজন। আমরা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অংশীদার হতে পেরে গর্বিত, যাঁরা দেশে নার্সদের আধুনিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও যোগ্যতা নিশ্চিতে প্রয়োজনীয় শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করছে। কর্মক্ষেত্রে কার্যযোগ্য দক্ষতা বৃদ্ধি করাই স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর মূল লক্ষ্য। কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের দুই বছরের কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়ে নার্সিং সেক্টরে প্রতিনিধিত্ব করতে তাঁদের এগিয়ে নেওয়ার জন্য কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিশ্রুতিবদ্ধ।”

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, “কুমুদিনী হাসপাতাল ১৯৪৩ সালের শেষ দিক থেকে নার্সদের প্রশিক্ষণ দিয়ে আসছে। সর্বপ্রথম পাঁচজন ব্রিটিশ প্রশিক্ষক নার্সের একটি দল স্থানীয় নারীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন। এই দীর্ঘ পথচলায় কুমুদিনী হাসপাতাল বেসরকারি খাতে বিএসসি এবং এমএসসি নার্সিং কোর্স প্রদানকারী দেশের প্রথম হাসপাতালগুলোর একটি হয়ে ওঠে। আমরা সর্বদাই নার্সদের সেরা হিসেবে গড়ে তোলার চেষ্টা করি, যাঁদের অনেকেই বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে নার্স ও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।”

সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জাতির কল্যাণে, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে এবং পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের বাণিজ্য ও উন্নয়ন যাত্রার দীর্ঘস্থায়ী গর্বিত অংশীদার।

১৯৪৭ সালে প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অফ বেঙ্গল (বিডি) লিমিটেড বাংলাদেশের প্রাচীন ও বৃহৎ দাতব্য সংস্থাগুলোর মধ্যে অন্যতম। এই সংস্থার অধীনে কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ নার্সদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য নিবেদিত। এছাড়া, কুমুদিনী হাসপাতাল টাঙ্গাইলে অবস্থিত একটি বেসরকারি হাসপাতাল, যা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এই ট্রাস্টের অর্থায়নে পরিচালিত হাসপাতালটি বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...