loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সারাদেশে বৃষ্টিপাত হতে পারে

  • ডর্টমুন্ড নিজেদের মাঠে পিএসজিকে হারিয়ে অগ্রগামী

  • আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন-রিয়াল ম্যাচ শেষ হলো সমতায়

  • ভারতের কাছে টাইগ্রেসদের আবার পরাজয়

  • বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা কম নয়: এডিবি আবাসিক প্রধান

‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’-এর মুকুট জিতলেন শ্বেতা


‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’-এর মুকুট জিতলেন শ্বেতা

চণ্ডীগড়ের শ্বেতা সারদা ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’-এর খেতাব জয় করলেন। মুম্বাইয়ে রোববার (২৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে তারকাখচিত এক অনুষ্ঠান। সেখানেই শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেওয়া হয়। শ্বেতা আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন। দিল্লির সোনাল কুকরেজা ‘মিস ডিভা সুপরান্যাশনাল ২০২৩’-এর খেতাব অর্জন করেছেন। এতে রানারআপের মুকুট জেতেন কর্ণাটকের তৃষা শেট্টি। খবর – আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

শ্বেতা ফাইনালের মঞ্চে একটি সোনালি রঙের গাউন পরেছিলেন। এই গাউনে আলাদাভাবে নজর কড়েছেন তিনি। শ্বেতাকে মুকুট পরিয়ে দেন ‘মিস ডিভা ইউনিভার্স ২০২২’ বিজয়ী দিভিতা রাই।

শ্বেতা মাত্র ২২ বছর বয়সে ‘মিস ডিভা ইউনিভার্স ২০২৩’ জয় করলেন। তিনি চণ্ডীগড়ের বাসিন্দা। তিনি মাত্র ১৬ বছর বয়সে মায়ের সঙ্গে মুম্বাই চলে আসেন স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে। শ্বেতা এই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো – ড্যান্স ইন্ডিয়া ড্যান্স, ড্যান্স দিওয়ানে, ড্যান্স প্লাস। তিনি ‘ঝালাক দিখলাজা’ শো-এর অন্যতম কোরিওগ্রাফারও ছিলেন।

শ্বেতা নাচ বা গ্ল্যামার জগতের বাইরে শিক্ষা প্রচার, মেয়েদের সমধিকার ও সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানো সহ বিভিন্ন বিষয়ে কাজ করেন। তাঁর মতে, প্রতিটি মেয়ের শিক্ষা পাওয়ার ও নিজের আত্মবিশ্বাস গড়ে তোলার অধিকার আছে। একইসঙ্গে নিজেকে কিভাবে রক্ষা করতে হয় – সেটাও মেয়েদের জানা উচিত।

Loading...