loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মাটিপের আত্মঘাতী গোলে লিভারপুলকে হারালো টটেনহ্যাম

  • মার্টিনেজের চার গোলে ইন্টারের জয়, জিতেছে নাপোলিও

  • বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল

  • ‘হার্টের যত্নে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ জরুরি’

  • ‘হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে’

মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি


মোংলা ইপিজেডে ১৯.৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

চীনা কারখানা মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেড ১ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে মোংলা ইপিজেড-এ একটি তৈরি পোশাক কারখানা স্থাপন করবে। এ-লক্ষ্যে রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও মেসার্স কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজা’র সদস্য (অর্থ) নাফিসা বানু ও কিউএসএল.এস গার্মেন্টস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ানলি জুয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজা’র নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানটি বার্ষিক ৬০ লাখ পিছ বিভিন্ন ওভেন ও নিট পোশাক, যেমন – শার্ট, টি-শার্ট, জ্যাকেট, প্যান্ট, শর্টস প্রভৃতি উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২,৫৯৮ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Loading...