loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

ঊনবিংশ এশিয়ান গেমসে ২৪০ সদস্যের বাংলাদেশ দল


ঊনবিংশ এশিয়ান গেমসে ২৪০ সদস্যের বাংলাদেশ দল

আসন্ন ঊনবিংশ এশিয়ান গেমসের জন্য ২৪০ সদস্যের বাংলাদেশ দল গঠন করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর চীনের হাংজুতে অনুষ্ঠেয় গেমসে ১৭টি ডিসিপ্লিনে অংশ নেবেন বাংলাদেশের অ্যাথলেটরা। দলে রয়েছেন ১০৪ জন পুরুষ ও ৭৬জন নারী অ্যাথলেট; ৫৫জন পুরুষ কর্মকর্তা ও প্রশিক্ষক এবং পাঁচজন নারী প্রশিক্ষক ও কর্মকর্তা। বাংলাদেশের ক্রীড়াবিদগণ আরচারি (পুরুষ ও নারী), অ্যাথলেটিক্স (পুরুষ ও নারী), বক্সিং (পুরুষ ও নারী), ক্রিকেট (পুরুষ ও নারী), ফুটবল (পুরুষ ও নারী), ব্রিজ (পুরুষ), গল্ফ (পুরুষ), হকি (পুরুষ), কাবাডি (পুরুষ ও নারী), শুটিং (পুরুষ ও নারী), সাঁতার (পুরুষ ও নারী), ভারোত্তোলন (পুরুষ ও নারী), জিমন্যাস্টিক্স (পুরুষ), কারাতে (পুরুষ ও নারী), দাবা, ফেন্সিং ও তায়কোয়ান্ডো ইভেন্টে অংশগ্রহণ করবেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মার্চ পাস্টে বাংলাদেশ দলের পতাকা বহন করবেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ ও নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অবশ্য গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনীর চার দিন আগেই আগামী ১৯ সেপ্টেম্বর ফুটবল ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ  এশিয়ান গেমস শুরু করবে, এবং ২২ সেপ্টেম্বর ক্রিকেট নিয়ে মাঠে নামবে টাইগাররা। আর সেজন্যই আগামী ১৬ ও ১৮ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে যথাক্রমে ফুটবল ও ক্রিকেট দল। এরপর পর্যায়ক্রমে ধাপে ধাপে চীনের উদ্যেশ্যে যাত্রা করবে কন্টিনজেন্টভুক্ত অন্য অ্যাথলেটরা।

এশিয়া মহাদেশের ৪৫ টি দেশের আনুমানিক ১২ হাজার অ্যাথলেট এবারের আসরে অংশ নেবেন। ৬১টি ডিসিপ্লিনের ৪৮১টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ক্রীড়াবিদেরা। 

গেমসে বাংলাদেশ দল ভালো ফল করবে বলে দারুণ আশাবাদী বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ মিলনায়তনে রোববার (১০ সেপ্টেম্বর) গেমস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বিওএ মহাসচিব বলেন, ‘সম্ভাব্য সেরা দল নিয়েই আমরা এশিয়ান গেমসে অংশ নিতে যাচ্ছি। বছরব্যাপী অনুশীলনে ছিল আরচারি ও শ্যটিংয়ের ক্রীড়াবিদরা। এ-সময় বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টেও অংশ নিয়েছেন তাঁরা।’

বক্সিং ও অ্যাথলেটিক্স ইভেন্ট থেকেও ভালো ফলাফল পাওয়ার সুযোগ আছে উল্লেখ করে বিওএ মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ বংশোদ্ভুত নারী বক্সার জিন্নাত ফেরদৌস এবং যুক্তরাজ্য প্রবাসী ১০০ মিটার স্প্রিন্টার ইমরানুর রহমানের কাছ থেকে সম্মানজনক ফলাফলের প্রত্যাশা রয়েছে।

শাহেদ রেজা বলেন, ‘এশিয়ান গেমসের আগের ফলাফলের তুলনায় এবার আরও ভালো ফলাফল আশা করছি। এবার ফলাফলের বিষয়ে আমরা বেশ ইতিবাচক। আশা করি, দেশের জন্য এশিয়ান গেমস থেকে ভালো ফলাফল নিয়ে আসবে বাংলাদেশের অ্যাথলেটরা।’

Loading...