loader image for Bangladeshinfo

শিরোনাম

  • টি-২০ থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

  • শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তন ও মহড়া কক্ষ খুলবে ১১ অক্টোবর

  • দুর্গাপূজা কেন্দ্র করে অপতৎপরতা চালালে দ্রুত ব্যবস্থা : আইজিপি

  • ডিএইচএল-ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ডস পেলেন তিন ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান

  • মার্কিন গায়িকা সিসি হিউস্টন আর নেই

রেকর্ড-ছোঁয়া জকোভিচ


রেকর্ড-ছোঁয়া জকোভিচ

নোভাক জকোভিচ রোববার ডানিল মেদভেদেভকে পরাজিত করে ক্যারিয়ারের চতুর্থ ইউএস ওপেনের শিরোপা জয় করেছেন। এর মাধ্যমে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডও স্পর্শ করলেন এই সার্বিয়ান টেনিস তারকা।

নোভাক জোকোভিচ অবশেষে বসলেন মার্গারেট কোর্টের পাশে। রোববার (১০ সেপ্টেম্বর) ইউএস ওপেনের ফাইনালে ডানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড-ছোঁয়া ২৪তম গ্র‍্যান্ড স্লাম জিতলেন তিনি। ফাইনালে জোকোভিচ ৬-৩, ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে জিতেছেন। স্কোরলাইনে বোঝা যাবে না – ম্যাচটি জিততে কতটা কষ্ট করতে হয়েছে তাঁকে। প্রথম সেট সহজে জিতলেও দ্বিতীয় সেট জিততে লেগেছে ১ ঘণ্টা ৪২ মিনিট। তৃতীয় সেটেই জোকোভিচ নিয়ন্ত্রণ নেন। ছুঁয়ে ফেলেন কোর্টের রেকর্ড।

এটি তাঁর চতুর্থ ইউএস ওপেন ট্রফি। ২৪তম গ্র‍্যান্ড স্লাম জিতে এই সার্ব তারকা বলেন, “এটাই আমার কাছে অনেক কিছু। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম – টেনিসে শীর্ষস্থানে থাকবো। এই জায়গায় আসতে আমাকে ও আমার পরিবারকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে।”

কোর্টের ৫০ বছরের রেকর্ডে ভাগ বসানো জোকোভিচ বলেন, “আমি কখনও ভাবিনি – এখানে থাকতে পারবো। তবে, গত কয়েক বছরে আমার মনে হয়েছে – আমার ইতিহাস গড়ার সুযোগ আছে। সামনে সুযোগ আসলে নেবো না কেন?”

এ-বছর উইম্বলডনের ফাইনালে হেরে কোর্টকে ছুঁতে ব্যর্থ হন জোকোভিচ। এনিয়ে ২০২৩ সালে চার গ্র‍্যান্ড স্লামের তিনটি জিতলেন তিনি, যে-কীর্তি গড়েছেন তিন বার। তাঁর সামনে রয়েছে আগমী বছর অস্ট্রেলিয়ান ওপেনে একাদশ ট্রফি জিতে কোর্টকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি।

সংক্ষেপে জকোভিচ

নাম: নোভাক জকোভিচ
জন্ম তারিখ: ২২ মে, ১৯৮৭
জন্মস্থান: বেলগ্রেড
পেশাদার ক্যারিয়ার শুরু: ২০০৩
সর্বোচ্চ র‌্যাঙ্কিং:

ক্যারিয়ার অর্জন
সর্বমোট এটিপি শিরোপা: ৯৬
গ্র্যান্ড স্ল্যাম: ২৪
অস্ট্রেলিয়া ওপেন (১০): ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩
ফ্রেঞ্চ ওপেন (৩): ২০১৬, ২০২১, ২০২৩
উইম্বলডন (৭): ২০১১, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০১৯, ২০২১, ২০২২
ইউএস ওপেন (৪): ২০১১, ২০১৫, ২০১৮, ২০২৩
এটিপি টুর ফাইনাল (৬): ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০২২
ডেভিস কাপ (১): ২০১০
বছরের শেষে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর (৭): ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৮, ২০২০, ২০২১

Loading...