প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেলো। ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে লিগ ওয়ান-এর ম্যাচে কিলিয়ান এমবাপের দুই গোল সত্ত্বেও নিস-এর কাছে ৩-২ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি।
এমন পরাজয়ের পরে হতাশ দলটির কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘পুরো ম্যাচেই গতিতে তাঁরা আমাদের চেয়ে এগিয়ে ছিল। অবশ্যই এই পরাজয়ে আমি দারুণ হতাশ। আমাদের সবাইকে উন্নতি করতে হবে; এমনকি আমাকেও। কিন্তু, দলের মানসিকতায় আমি খুশি। তাঁদের তিন গোলের মধ্যে দু’টি ছিল ডিফ্লেক্টেড। নিস দারুণ ফুটবল খেলেছে। কিন্তু আমি এসব নিয়ে চিন্তিত নই। আমি দেখেছি, সমর্থকরা আমাদের কিভাবে সমর্থন জুগিয়েছে। এমনকি আমরা যখন দুই গোলে পিছিয়ে ছিলাম, তখনো তাঁরা আমাদের পক্ষে চিৎকার করেছে।’
নিস গত মৌসুমে হতাশাজনক ফলাফলে পরে এবারের লিগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল। ক্লাবটি টেবিলের নয় নম্বরে থেকে গত মৌসুম শেষ করেছিল। দলের কোচ ফ্রান্সেসকো ফারিওলি বলেন, ‘এখানে ফলাফল পেতে হলে সব কিছুই শতভাগ নিখুঁত হতে হবে; আজ আমরা সেটাই করে দেখিয়েছি। যদিও পিএসজি তাঁদের মান অনুযায়ী খেলতে পারেনি, আর সেই সুযোগটাই আমরা নিয়েছি। কৌশলগত দিক ছাড়াও আমি আজ সকলের মধ্যে লড়াই করার মানসিকতা দেখেছি।’
লিগ ওয়ান-এর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মোনাকোকে টপকে যাওয়ার সুযোগ ছিল লুইস এনরিকের দলের সামনে; কিন্তু পারলেন এমবাপে-ডেম্বেলেরা। ফলে, পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে পিএসজি। এক পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিস।