loader image for Bangladeshinfo

শিরোনাম

  • এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৭.৭৮ শতাংশ

  • ঢাকা মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু

  • ধনী-গরিব বৈষম্য নিয়ে গবেষণা করে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ

  • গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর-অব্যাহতি

  • জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন-এর হটলাইন নম্বর ও ওয়েবসাইট চালু

রিয়াল বেটিসকে উড়িয়ে দিলো বার্সা


রিয়াল বেটিসকে উড়িয়ে দিলো বার্সা

এফসি বার্সেলোনায় নতুন আসা দুই পর্তুগিজ তারকা হুয়াও ফেলিক্স ও হুয়াও ক্যান্সেলোর দুই গোলসহ শনিবার (১৬ সেপ্টেম্বর) লা লিগায় রিয়াল বেটিসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। ক্যাটালান ক্লাবটিদের হয়ে এটাই দুই পর্তুগিজের প্রথম গোল। ফরোয়ার্ড ফেলিক্সের গোলে বার্সেলোনা এগিয়ে যায়। এরপর একে একে স্কোরশিটে নাম উঠিয়েছেন – রবার্ট লেভান্ডোস্কি, ফেরান টোরেস, রাফিনিয়া ও ক্যান্সেলো। বড় এই জয়ে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে।

এদিন নিজেদের মাঠে বার্সা সবদিক থেকেই ছিল অপ্রতিরোধ্য – যা গত মৌসুমে তেমন একটা দেখা যায়নি; যদিও মৌসুম শেষে লিগ শিরোপা ঘরে তুলেছিল ক্যাটালান জায়ান্টরাই।

বার্সা আগামী মঙ্গলবার রয়্যাল অ্যান্টার্পের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা শুরু করতে যাচ্ছে। তার আগে বড় এই জয়ে জাভির শিষ্যদের আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে।

পুরো দলের গোছানো নৈপুণ্যের মধ্যে আলাদা করে ফেলিক্সের কথা বলতেই হয়। ট্রান্সফারের শেষ দিনে পর্তুগিজ দুই তারকাকে ধারে দলে টেনে জাভি যে কোনো ভুল করেননি – সেটি প্রমাণিত। ফেলিক্স ও ক্যান্সেলো উভয়ই এদিন বার্সার জার্সি গায়ে প্রথমবারের মতো মূল একাদশে খেলতে নেমেছিলেন। উভয়ই খুব দ্রুত স্বাগতিক সমর্থকদের মন জয় করে নেন।

ম্যাচ শেষে বেটিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি বলেছেন, ‘অবশ্যই এ-ধরনের পরাজয় সবসময় হতাশার। বড় পরাজয়ে শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও পুরো দল মুষড়ে পড়ে। আমরা যে-কৌশলে খেলেছি, তাতে দুই গোল হজমের পরে ঝুঁকি নিয়েই বাকি ম্যাচ খেলতে হয়।’

নতুন চেহারার বার্সেলোনা ইউরোপিয়ান আসরে নিজেদের মানিয়ে নিতে পারে কি-না – সেটি সময়ই বলে দেবে। তবে আপাতত যে-আক্রমণাত্মক কৌশল দলটি দেখিয়েছে, তাতে তাঁদের সামনে এগিয়ে যাবার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে।

Loading...