loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতলো ভারত


অষ্টমবারের মতো এশিয়া কাপ জিতলো ভারত

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৫০ (মেন্ডিস ১৭, হেমন্ত ১৩; সিরাজ ৬-২১, পান্ডিয়া ৩-৩)
ভারত: ৬.১ ওভারে ৫১/০ (গিল ২৭*, কিষান ২৩*)
ফলাফল: ভারত ১০ উইকেটে জয়ী|
ম্যাচ-সেরা: মোহাম্মদ সিরাজ
টুর্নামেন্ট-সেরা: কুলদীপ যাদব

ভারত স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টমবারের মতো পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা ঘরে তুললো। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার (১৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার দেওয়া ৫১ রানের সহজ লক্ষ্যে ভারত পৌঁছে গেছে মাত্র ৬.১ ওভারে, কোনো উইকেট না হারিয়েই। শুভমান গিল ১৯ বলে ২৭ ও ইশান কিশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন।

এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এটিই ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বনিম্ন রানের রেকর্ড। প্রথম ওভারে জস্প্রিত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এরপর রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটান মোহাম্মদ সিরাজ। চতুর্থ ওভারে তুলে নেন চার উইকেট। এরপর লঙ্কান দলপতি দাসুন শানাকা ও কুশল মেন্ডিসকেও সাজঘরে পাঠান তিনি। সাত ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ছয়টি উইকেট শিকার করেন সিরাজ। ওয়ানডেতে এটিই তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। 

শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১৭) ও দুশান হেমান্থা (১৩) ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

১৫.২ ওভার ব্যাটিং করেছিল শ্রীলঙ্কা। শুভমান গিল ও ঈশান কিশানের উদ্বোধনী জুটি মাত্র ৬.১ ওভারেই জয় এনে দেয় ভারতকে। অর্থাৎ, ১০০ ওভারের ফাইনাল ম্যাচ শেষ হয়েছে মাত্র সাড়ে ২১ ওভারেই!

Loading...