ঢাকা ও এর আশপাশের এলাকায় রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।
এর উৎপত্তিস্থল ছিল টাঙ্গাইল। ভূমিকম্পের মাত্রা ছিল ৪.২।
টাঙ্গাইল, নরসিংদী ও ঢাকা থেকে কেউ কেউ মৃদু ভূকম্পন অনুভব হওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।