loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

ঘুরে দাঁড়িয়ে জিতে শীর্ষেই রিয়াল মাদ্রিদ


ঘুরে দাঁড়িয়ে জিতে শীর্ষেই রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ প্রথমার্ধ শেষে মৌসুমে প্রথম পরাজয়ের শঙ্কায় ছিল। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তখন ১-০ গোলে পিছিয়ে দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দেখা গেলো অন্য এক রিয়ালকে। দারুণভাবে ম্যাচে ফিরে আসেন কার্লো আনচেলত্তির শিষ্যরা; ১৫ মিনিটে মধ্যে আদায় করে নেন দুই গোল, যা শেষ পর্যন্ত রিয়ালকে এনে দিয়েছে ২-১ গোলের স্বস্তির জয়। এই জয়ে মৌসুমে শতভাগ জয়ের ধারা অক্ষুণ্ন রাখলো রিয়াল। সেই সঙ্গে বার্সেলোনাকে টপকে উঠে গেল পয়েন্ট তালিকার শীর্ষেও।

ঘরের মাঠে রোববার (১৭ সেপ্টেম্বর) ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল। বক্সের ভেতর অনেকটা ফাঁকা জায়গায় বল পান সোসিয়েদাদের আন্দ্রে বারেনেটেক্সা। তাঁর শট কেপা আরিজাবালাগা পরপর দুবার ঠেকিয়ে দিলেও শেষ রক্ষা হয়নি। বল শেষ পর্যন্ত জালে জড়ায় এবং এগিয়ে যায় সোসিয়েদাদ। একটু পর আরও একবার জালে বল জড়িয়েছিল সোসিয়েদাদ। তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়।

অন্যদিকে, পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া রিয়াল। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আসছিল না কোনোভাবেই। এমনকি পোস্টও তাঁদের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পিছিয়ে থেকেই শেষ পর্যন্ত যেতে হয় বিরতিতে।

যাহােক, বিরতি থেকে ফিরে গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। বক্সের একটু বাইরে থেকে উরুগুইয়ান তারকা ফেদে ভালভের্দের তীব্র গতির শট পোস্ট কাঁপিয়ে জালে জড়ালে ম্যাচে সমতায় ফেরে রিয়াল। এই গোলে ভালভের্দেকে অ্যাসিস্ট করেন ফ্রান গার্সিয়া। এরপর ৬০ মিনিটে হোসেলুর গোলেও অ্যাসিস্ট করেন গার্সিয়া। এবার তাঁর বাড়ানো ক্রসেই হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত হোসেলু। এই দুই গোলই শেষ পর্যন্ত নিশ্চিত করে রিয়ালের শীর্ষে ওঠা জয়। 

পাঁচ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ১৫। দুই নম্বরে নেমে যাওয়া বার্সেলোনার পয়েন্ট ১৩।

এদিন জিতলেও দুশ্চিন্তা ভর করেছে আনচেলত্তির মনে। এ-নিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে শুরুতে পিছিয়ে পড়ে জিতলো, যা মোটেই স্বস্তি দিচ্ছে না রিয়াল কোচকে, ‘আমরা পাঁচ ম্যাচের তিনটিতে আগে গোল খেয়েছি। ঘুরে দাঁড়িয়ে জিতেছি ঠিকই, কিন্তু আমাদের এটা ঠিক করতে হবে। শুরুতে গোল খেয়ে গেলে কাজটা (জেতা) কঠিন হয়ে পড়ে।’

Loading...