loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

‘হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে’


‘হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে’

হৃদরোগ প্রতিরোধে হাসিখুশি থাকাও কার্যকর ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। বিশ্ব হার্ট দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-তে আয়োজিত এক সেমিনারে বক্তারা হৃদরোগ প্রতিকারের চেয়ে  প্রতিরোধের দিকে অধিক গুরুত্বারোপ করেছেন। তাঁরা বলেন, হৃদরোগের  প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হলো – সঠিক নিয়মে দৈনন্দিন জীবনযাপন করা। হাসি-খুশি থাকাও হৃদরোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। হার্ট ব্লক হলেই ইন্টারভেনশন করা যাবে না। অনেক হার্ট ব্লক আছে – যেসব ওষুধের মাধ্যমে ভালো রাখা যায়। হৃদরোগের জটিলতা এড়াতে এজন্য নিয়মিত ৩০ মিনিট হাঁটার পরামর্শ দিয়ে বক্তারা বলেন, এছাড়াও নিয়মিত ঘুম, লবণ না খাওয়া, অবসাদে না-ভোগা ও ধূমপান না-করলে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘ভালোবাসা দিয়ে প্রতিটি  হৃদয়ের যত্ন নিন’ প্রতিপাদ্য নিয়ে শনিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবসে নানা আয়োজনের মধ্যে একটি শোভাযাত্রা ও একটি সিএমই আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগ ও শিশু হৃদরোগ বিভাগ। কর্মসূচির শুরুতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের সামনে থেকে শুরু হয়ে সি-ব্লক অতিক্রম করে বেসিক সাইন্স ভবন, টিএসসি ও এ-ব্লক ঘুরে বি-ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারায় গিয়ে শেষ হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, বিএসএমএমইউ শিশু হৃদরোগের চিকিৎসা ও প্রতিরোধে কাজ করছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিশু হৃদরোগ বিভাগে সাত শতাধিক শিশুর হৃদরোগের অপারেশন করা হয়েছে। শিশুরা যাতে রোগে না-ভোগে, শিশুরা যাতে ত্রুটি নিয়ে জন্মগ্রহণ না-করে, সেজন্য মাতৃগর্ভে থাকতেই তা স্ক্রিনিং করে চিকিৎসাসেবা দেওয়া কার্যক্রম এখানে শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আরিফুল ইসলাম জোয়ারদার টিটো।

Loading...