loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ঢাকাসহ পাঁচ জেলায় সোমবার মাধ্যমিক বিদ্যালয় বন্ধ; প্রাথমিক খোলা

  • আবারও ৭২ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি

  • এসএসসি’র ফলাফল প্রকাশের সম্ভাবনা ১১ মে’র মধ্যে

  • কৃষিখাতের ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড

  • স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াডের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো স্পেস রোবটিক্স ক্যাম্প


দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো স্পেস রোবটিক্স ক্যাম্প

বাংলাদেশ ইনোভেশন ফোরাম এবং স্পেস ইনোভেশন ক্যাম্প দ্বিতীয়বারের মতো ২৯-৩০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় “স্পেস রোবটিক্স ক্যাম্প” আয়োজন করলো। দুইদিনব্যাপী এই আয়োজনে সারাদেশ থেকে ৪-১৬ বছর বয়সী ২০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। ৩০টি গ্রুপে বিভক্ত হয়ে তাঁরা স্পেস থিম-এর উপর প্রায় ৩০টি রোবট তৈরী করে। এই রোবটগুলো বিশেষ করে, মঙ্গলগ্রহে এবং চাঁদে বিভিন্ন ধরনের সায়েন্টেফিক এক্সপেরিমেন্ট চালাতে পারবে। এর মধ্যে রয়েছে – স্পেস যাঙ্ক কালেক্টর, কার্বন মনোঅক্সাইড ডিটেক্টর, অক্সিজেন ডিটেক্টর, মিথেন ডিটেক্টর ইত্যাদি।

রোবট বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের এক্টিভিটির মধ্যে ছিল – স্পেস প্রোগ্রামিং, গ্রাভিটেশনাল এক্সপেরিমেন্ট, এস্ট্রোনট ট্রেইনিং, প্রব্লেম সলভিং ও টিম বিল্ডিং।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর উপ-উপাচার্য মো. আবদুর রহমান। তিনি বলেন, “শিক্ষাটা প্রথম ছোট থেকেই শুরু করতে হয়। এই ধরনের এক্টিভিটির মাধ্যমে ছোট বয়স থেকেই তাঁদের মেধার বিকাশ ঘটবে এবং পরবর্তীতে তাঁরাই এক সময় আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।”

আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট এবং স্পেস ইনোভেশন ক্যাম্প-এর ক্রু চিফ আরিফুল হাসান অপু বলেন, “আমি দেখেছি যে, মহাকাশ অনুসন্ধানের গল্পগুলো শিশুদের উপর গভীর প্রভাব ফেলে। এই দুঃসাহসিক কাজ, কৌতূহল এবং বৈজ্ঞানিক আবিষ্কারের গল্পগুলো কেবল বাচ্চাদের কল্পনাকেই বিমোহিত করে না বরং এটি একটি মূল্যবান শিক্ষামূলক অভিজ্ঞতাও তাঁদের জন্য ৷ এই এক্টিভিটিগুলোর মাধ্যমে শিশুরা মহাবিশ্বের বিস্ময়গুলো খুঁজতে থাকে এবং প্রয়োজনীয় সমস্যা সমাধানের বিষয়গুলো সম্বন্ধে জানার চেষ্টা করে।”

আয়োজনটিতে ভেনু পার্টনার হিসেবে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং নলেজ পার্টনার হিসেবে ছিল ক্রিয়েটিভ জুনিয়র।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...