loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল


বার্সাকে টপকে আবারও শীর্ষে রিয়াল

এফসি বার্সেলোনা গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল সেভিয়ার সার্জিও রামোসের আত্মঘাতী গোলে দলটিকে ১-০ গোলে হারিয়ে। জাভি হার্নান্দেজের দল যে-ক্লাবটিকে শীর্ষস্থান থেকে নামিয়ে দিয়েছিল, এবার রিয়াল মাদ্রিদ সেই দলটিকে হারিয়ে লিগে শীর্ষে উঠলো। কার্লো আনচেলত্তির শিষ্যরা শনিবার (৩০ সেপ্টেম্বর) মন্তিলিভি স্টেডিয়ামে  জিরোনাকে ৩-০ গোলে পরাজিত করেছে। রিয়ালের গোল তিনটি করেছেন – জোসেলু, অঁরেলিয়ে চুয়ামেনি ও জুড বেলিংহাম।

জিরোনা এর আগে ১২ অগাস্ট পয়েন্ট খুইয়েছিল রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ড্র করে। এরপর টানা ছয় ম্যাচ জিতেছে মিখেলের অধীনে খেলা দলটি। পক্ষান্তরে, রিয়াল মাদ্রিদের ছিল এক সপ্তাহ আগেই অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ৩-১ গোলে পরাজয়ের স্মৃতি।

যাহোক, রিয়ালের পরাজয় কিংবা জিরোনার দুরন্ত পথচলার পুরোটাই শনিবার উল্টে গেছে। এদিন রিয়াল প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায়। সপ্তদশ মিনিটে বেলিংহামের ক্রস থেকে বল জালে পাঠান জোসেলু। একবিংশ মিনিটে টনি ক্রুসের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন চুয়ামেনি।

৭১ মিনিটে রিয়াল এগিয়ে যায় তিন গোলে। জোসেলুর শট জিরোনার গোলরক্ষক প্রতিহত করলেও বিপদমুক্ত করতে পারেননি; নাগালে বল পেয়ে দারুণভাবে বল জাল স্পর্শ করান বেলিংহাম। রিয়ালের হয়ে এটি তাঁর সাত ম্যাচে অষ্টম গোল।

আট ম্যাচ খেলে সাতটিতে জিতে রিয়ালের পয়েন্ট এখন ২১। সমান-সংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা; টানা ছয় জয়ের পরে রিয়ালের কাছে পরাজিত জিরোনা ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে।

Loading...