loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব


কুষ্টিয়ায় তিন দিনব্যাপী লালন উৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৩তম তিরোধান দিবস উপলক্ষে জেলার ছেঁউড়িয়ায় আখড়ায় মঙ্গলবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব ও গ্রামীণ মেলা।

ফকির লালন শাহের মাজারের ভেতরে আখড়ায় বাড়িতে বসেছে বাউল ফকিরদের আসর, বাইরে লালন মঞ্চে চলবে আলোচনা সভা। বাউল দর্শনের ভাবাবেগ আর উৎসুক দর্শকদের ভিড় সামাল দিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। চলছে আলোক সজ্জা, পরিচ্ছন্নতা, মঞ্চ তৈরিসহ আরও নানা আয়োজন। দেশি-বিদেশি দর্শনার্থী, সাধক ও আয়োজকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমির আয়োজনের এই উৎসবকে ঘিরে লালন আঁখড়া এখন সাধু ভক্তদের আড্ডায় মুখরিত।

কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি এহেতেশাম রেজা বলেন, ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধনী দিনের প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি।

জানা গেছে, লালন উৎসবে আসা হাজারো মানুষের নিরাপত্তা দিতে তিনস্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Loading...