loader image for Bangladeshinfo

শিরোনাম

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

  • ‘আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন

  • এইচএসসি পরীক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় কেন্দ্রে প্রবেশ করতে পারবে

  • বেনফিকাকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টারে চেল্সি

  • জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষিত

পরিচয়পত্র থাকলেই ভোটার নয়, বয়স হতে হবে অন্তত ১৮ বছর


পরিচয়পত্র থাকলেই ভোটার নয়, বয়স হতে হবে অন্তত ১৮ বছর

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তাঁরা (১৬ ও ১৭ বছর বয়সীরা) ভোটার নয়।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তাঁরাই – যাঁরা বাংলাদেশের নাগরিক, আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ, ২০০৫ সালের ১ জানুয়ারি বা এর পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা হলেন – যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী নাগরিকগণ, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইবিউনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

Loading...