loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শিল্পকলায় তিনদিনব্যাপী ‘লালন স্মরণোৎসব’

  • দ. আফ্রিকা টেস্টে সাকিবের নাম ঘোষণা; ঢাকায় কোচ ফিল সিমন্স

  • দরিদ্রসীমার নিচের পরিবার পাবে অর্থ ও জীবিকা সহায়তা

  • আদমজী ইপিজেড-এ ৫.৮৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি

  • বলিভিয়াকে আর্জেন্টিনার ছয় গোল; জিতেছে ব্রাজিলও

পরিচয়পত্র থাকলেই ভোটার নয়, বয়স হতে হবে অন্তত ১৮ বছর


পরিচয়পত্র থাকলেই ভোটার নয়, বয়স হতে হবে অন্তত ১৮ বছর

জাতীয় পরিচয়পত্র থাকলেই একজন নাগরিক ভোট দিতে পারবেন না, যদি ওই ব্যক্তির বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব না হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরকেও জাতীয় পরিচয়পত্র প্রদান করে থাকে, তবে তাঁরা (১৬ ও ১৭ বছর বয়সীরা) ভোটার নয়।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তাঁরাই – যাঁরা বাংলাদেশের নাগরিক, আঠারো বছর বা তদুর্ধ্ব বয়সী (অর্থাৎ, ২০০৫ সালের ১ জানুয়ারি বা এর পূর্বে জন্মগ্রহণকারী নাগরিক), সংশ্লিষ্ট ভোটার এলাকার/নির্বাচনী এলাকার অধিবাসী এবং যাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা হলেন – যদি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না থাকে, ২০০৫ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণকারী নাগরিকগণ, আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত ব্যক্তি, বিশেষ ট্রাইবিউনালে দণ্ডিত ব্যক্তি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

Loading...