loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ইউসিবি পিএলসি’র মধ্যে সমঝোতা চুক্তি


বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ইউসিবি পিএলসি’র মধ্যে সমঝোতা চুক্তি

ইউসিবি পিএলসি ও বাংলাদেশ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। ঢাকার আদাবরে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে বুধবার (১৫ নভেম্বর) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবি’র সিনিয়র এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট এন্ড হেড অফ ট্রানজেকশন (ব্যাংকিং ডিভিশন) মোঃ সেকেন্দার-ই-আজম এবং বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক (অর্থ ও হিসাব) এস এম ফিরোজ আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এ-সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার সাজেদুল ইসলাম, রেজিস্ট্রার বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক (অবঃ) এবং ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল এম. রহমান, ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট ফারহানা আকতার, ভাইস-প্রেসিডেন্ট (ট্রানজেকশন ব্যাংকিং) রিয়াদ হাশিম ও রিলেশনশিপ ম্যানেজার (ট্রানজেকশন ব্যাংকিং) মুহাম্মদ আবদুন নুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজস্ব আইডিতে প্রবেশ করে সেমিস্টার ফি’র পেমেন্ট স্লিপ প্রিন্ট করে ইউসিবি‘র যেকোনো শাখা ও উপশাখায় টিউশন ফি’র টাকা জমা করতে পারবেন। জমাকৃত টিউশন ফি’র তথ্য সাথে সাথে তাঁদের আইডিতে আপডেট হয়ে যাবে। এছাড়া, চুক্তির আওতায় ভবিষ্যতে বিইউ’র ছাত্র-ছাত্রীরা তাঁদের টিউশন ফি’র টাকা অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...