loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরলেন লতা


দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরলেন লতা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ান-ডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য নারী দল ঘোষণা করেছে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সহকারী হিসেবে এবারও রয়েছেন নাহিদা আক্তার। দুই সংস্করণ মিলিয়ে ১৬ জনের সমন্বিত দল ঘোষণা করা হয়েছে। দলে ফিরেছেন অলরাউন্ডার লতা মণ্ডল। লতা সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তিনি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বা টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না; যদিও ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন।

বিসিবি দেশের মাটিতে সদ্যসমাপ্ত পাকিস্তান সিরিজে ওয়ান-ডে (বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী) এবং টি-টোয়েন্টি সিরিজে আলাদা দল দিয়েছিল। দু’টি সিরিজেরই দলে থাকা সানজিদা আক্তার ও নিশিতা আক্তার এবার নেই। এছাড়া, এই সফরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে থাকা শরীফা খাতুন, ওয়ানডে দলে থাকা ফারজানা হক, সুমাইয়া আক্তার ও দিশা বিশ্বাসকে রাখা হয়েছে। অবশ্য, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ফারিহা ইসলাম, সাথী রানির জায়গা হয়নি।

আগামী ৩ ডিসেম্বর বেনোনিতে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ। বাকি দুই ম্যাচ হবে কিম্বার্লিতে। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ ওয়ান-ডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৬ ডিসেম্বর ইস্ট লন্ডনে। পচেফস্ট্রুম ও বেনোনিতে হবে বাকি দুইটি খেলা। প্রথম টি-টোয়েন্টি ছাড়া এই সফরের সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। টাইগ্রেসদের আগামী ২৫ নভেম্বর দেশ ছাড়ার কথা রয়েছে।

সফরে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে শারমিন আক্তার, সানজিদা, ফারিহা ও নিশিতাকে। পাকিস্তানের বিপক্ষে অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হলেও এবার তিনি পুরোপুরিই বাদ পড়ে গেছেন।

টাইগ্রেসরা আইসিসি চ্যাম্পিয়নশিপের এবারের চক্রে এখন পর্যন্ত নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের সঙ্গে খেলেছে। জ্যােতিবাহিনী ১২ ম্যাচে তিন জয়ের পর পয়েন্ট তালিকার সাত নম্বরে অবস্থান করছে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যােতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।

স্ট্যান্ড বাই
শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম, নিশিতা আক্তার

দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
৩ ডিসেম্বর, প্রথম টি-টোয়েন্টি, বেনোনি
৬ ডিসেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি, কিম্বার্লি
৮ ডিসেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি, কিম্বার্লি
১৬ ডিসেম্বর, প্রথম ওয়ান-ডে, ইস্ট লন্ডন
২০ ডিসেম্বর, দ্বিতীয় ওয়ান-ডে, পচেফস্ট্রুম
২৩ ডিসেম্বর, তৃতীয় ওয়ান-ডে, বেনোনি

* প্রথম টি-টোয়েন্টি ছাড়া বাকীগুলো দিবারাত্রির ম্যাচ

Loading...