loader image for Bangladeshinfo

শিরোনাম

  • রাঙ্গামাটি ও নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর

  • প্রথম ‘পরিত্যক্ত’ টি-টোয়েন্টি ম্যাচ দেখলো টাইগ্রেসরা

  • শেষ মুহূর্তে আর্সেনালকে জয় উপহার দিলেন রাইস

  • ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা খেলোয়াড় মেসি

  • ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১৮ ডিসেম্বর

গণকর্মচারীদের রিটার্ন দাখিল সহজ করতে বাড়তি করসেবা


গণকর্মচারীদের রিটার্ন দাখিল সহজ করতে বাড়তি করসেবা

নতুন আয়কর আইনে গণকর্মচারীদের আয়কর বিবরণী (রিটার্ন) দাখিল বাধ্যতামূলক হওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে সকল পর্যায়ের গণকর্মচারীকে রিটার্ন দাখিল করতে হবে। গণকর্মচারীদের রিটার্ন দাখিলের সুবিধার জন্য আয়কর বিভাগের বিভিন্ন কর অফিস বেশ কিছু বাড়তি উদ্যোগ নিয়েছে, যেমন – রিটার্ন দাখিল-সম্পর্কিত বিষয়ে ট্রেনিং দেওয়া, করাঞ্চলে তাঁদের জন্য হেল্প ডেস্ক চালু এবং রিটার্ন দাখিল করার বিষয়ে সচেতন করা। আইনানুযায়ী,আগামী ৩০ নভেম্বর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের শেষ দিন। তাই করদাতাদের সুবিধার্থে নভেম্বর মাসজুড়ে দেশের সকল করাঞ্চলে করমেলার আদলে যাবতীয় করসেবা দেওয়া হচ্ছে। এর মধ্যে কোনো কোনো করাঞ্চল গণকর্মচারীদের জন্য বাড়তি কিছু সেবা দিচ্ছে। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

নতুন আয়কর আইন অনুযায়ী, গণকর্মচারী, অর্থাৎ, সরকারি অফিসের পিয়ন থেকে সচিব পর্যন্ত সব পর্যায়ের কর্মচারীকে রিটার্ন জমা দিতে হবে। এর মধ্যে অনেকেই যেহেতু এবার প্রথমবারের মতো রিটার্ন দাখিল করবেন, তাই তাঁদের সুবিধার জন্য বাড়তি কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন – কর্মচারীদের রিটার্ন দাখিল-সম্পর্কিত বিষয় উল্লেখ করে সরকারি অফিসগুলোতে চিঠি দেওয়া, প্রশিক্ষণ প্রদান এবং করাঞ্চলে হেল্প ডেস্ক চালু রাখা।

জানা গেছে, নতুন আইনে গণকর্মচারীদের জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পাশাপাশি ৪৩ ধরনের সেবা প্রাপ্তির ক্ষেত্রে রিটার্ন দাখিল প্রাপ্তি স্বীকার (পিএসআর) জমাদান আবশ্যকীয় করায় এবার রিটার্ন দাখিল বেশি হবে।

নভেম্বর মাসজুড়ে দেশের ৩১টি করাঞ্চলের ৬৪৯টি সার্কেল কার্যালয়ে করসেবা দেওয়া হচ্ছে। সেখানে রিটার্ন জমার পাশাপাশি রিটার্ন ফরম পূরণে সহায়তা করা হচ্ছে। রিটার্ন জমার সঙ্গে সঙ্গে করদাতারা তাৎক্ষণিকভাবে পাবেন রিটার্ন জমার প্রাপ্তি স্বীকারপত্র। এছাড়া ই-রিটার্ন জমা দিতে আগ্রহী করদাতাদের জন্য আলাদা বুথ রয়েছে।

Loading...