loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

উরুগুয়ের কাছে আর্জেন্টিনার পরাজয়, হেরেছে ব্রাজিলও


উরুগুয়ের কাছে আর্জেন্টিনার পরাজয়, হেরেছে ব্রাজিলও

গত বছর কাতার বিশ্বকাপ জয়ের পরে প্রথম পরাজিত হলো আর্জেন্টিনা। প্রায় এক মাস পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা লিওনেল মেসি কয়েকটি প্রচেষ্টা চালালেও সফল হতে পারেননি। বুয়েন্স এইরেসে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি হতাশায় নিমজ্জিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যদের। উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরে গেছেন তাঁরা। গত ১৫ ম্যাচে এটি আলবিসেলেস্তের প্রথম পরাজয়।

সফরকারী দল ৪১ মিনিটে রোনাল্‌দ আরাউহোর লক্ষ্যভেদে এগিয়ে যায়। এরপর নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেন ডারউইন নুনেজ।

এদিন পুরো ম্যাচে ১২টি শট নেয় আর্জেন্টিনা, যার তিনটি ছিল লক্ষ্যে। পক্ষান্তরে ছয়টি শটের দু’টি লক্ষ্যে রেখে দু’টিই জালে পাঠায় উরুগুয়ে। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পঞ্চম ম্যাচে প্রথমবার পরাজিত হলো মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। অবশ্য, হারলেও ১২ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছের তাঁরা। আর উরুগুয়ে এই জয়ের পরে ১০ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইতে দুইয়ে রইলো। 

উরুগুয়ে আগের ম্যাচে একই ব্যবধানে জিতেছিল ব্রাজিলের বিপক্ষে।

অন্যদিকে, স্বাগতিক কলম্বিয়া এস্টাডিও মেট্রোপলিটন মাঠে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে। এদিন ম্যাচের চতুর্থ মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। যাহােক, লুইস ডিয়াজ ৭৫ ও ৭৯তম মিনিটে দুই গোল করে সব আলো নিজের দিকে নিয়ে নেন।

এই পরাজয়ের পরে ব্রাজিল দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেলো। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দিনের অন্য খেলায় হারলেও শীর্ষস্থান ধরে রেখেছে। পাঁচ ম্যাচ খেলে সাত পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। সমান-সংখ্যক ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার পয়েন্ট ১২। উরুগুয়ে, কলম্বিয়া ও ভেনেজুয়েলার অবস্থান – যথাক্রমে দুই, তিন ও চার।

Loading...