loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গৌরবজনক ড্র


বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের গৌরবজনক ড্র

ফিফা র‌্যাংকিংয়ে ৭৯ ধাপ উপরে থাকা লেবাননকে (১০৪) রুখে দিয়ে বাংলাদেশ দল (১৮৩) জয়সম এক ড্র অর্জন করলো। ঢাকায় মঙ্গলবার (২১ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পিছিয়ে পড়েও দর্শকদের হতাশ হতে হয়নি। কিংস অ্যারেনায় গোল হজমের মাত্র চার মিনিটের মধ্যে গোল শোধ করে ম্যাচ ড্র করেন নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে ফেরা শেখ মোরসালিন।

বাংলাদেশ দল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলের ড্রয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। আই-গ্রুপে এক ম্যাচ খেলে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের দু’টিতে ড্র করে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেবানন। ফিলিস্তিন ও বাংলাদেশের এক পয়েন্ট।

কোচ হাভিয়ের কাবরেরা আগের ম্যাচ থেকে একাদশে চারটি পরিবর্তন করেন। আগের ম্যাচে একাদশে থাকা সাদ উদ্দিন ও রাকিব হোসেন নিষিদ্ধ ছিলেন। গত ম্যাচে একাদশে খেলা হাসান মুরাদ এবং মজিবুর রহমানও ছিলেন না। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন ক্লাব ও জাতীয় দলে নিষিদ্ধ ছিলেন। জরিমানা দিয়ে ছাড় পাওয়ায় আবার জাতীয় দলের হয়ে খেলেছেন। অস্ট্রেলিয়া ম্যাচে খেলেছিলেন বদলি হিসাবে। এবার রাকিবের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন শুরুর একাদশে। ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় খেলেছেন ইসা ফয়সাল। মালদ্বীপের বিপক্ষে শাকিল ছিলেন একাদশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তাঁর জায়গায় খেলেছিলেন হাসান মুরাদ। লেবানন ম্যাচে শাকিল একাদশে ফেরেন। অস্ট্রেলিয়া ম্যাচে নিষিদ্ধ ছিলেন সোহেল রানা। তিনি এই ম্যাচে একাদশে ফিরেছেন। সোহেল রানা ফেরায় বাইরে চলে যান মজিবুর রহমান।

গোলরক্ষক মিতুল মারমা প্রথমার্ধের শেষ মুহূর্তে পায়ে ব্যথা অনুভব করেন। মেডিকেল টিম মাঠে কয়েক মিনিট তাঁকে প্রাথমিক চিকিৎসাও দেয়। তবে সেই ব্যথা বেড়ে গেলে দ্বিতীয়ার্ধের শুরুতে মিতুলকে তুলে কোচ মাঠে নামান মেহেদি হাসানকে।

এদিন শুরু থেকেই লেবাননের সঙ্গে সমানতালে খেলেছে জামাল ভূঁইয়ার দল। সফরকারী দলের মাজেদ ওসমান দ্বিতীয়ার্ধে সুযোগ পেয়েই কাজে লাগান। ৬৮ মিনিটে বাঁ-প্রান্তে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান তিনি (১-০)।

যাহােক, শেখ মোরসালিন মিনিট চারেকের মধ্যে গোল শোধ করে জাতীয় দলে দারুণ প্রত্যাবর্তন করলেন। ৭২ মিনিটে বক্সের বাইরে থেকে তাঁর দূরপাল্লার শট জালে জড়ায় বল (১-১)। উল্লাসে ফেটে পড়ে পুরো কিংস এরেনা।

শেষদিকে আক্রমণের ধার বাড়িয়েছিল দুই দলই; কিন্তু আর গোল হয়নি।

বাংলাদেশ এ নিয়ে চারবার লেবাননের মুখোমুখি হলো। চার ম্যাচে বাংলাদেশ এক জয়, এক ড্র আর দুই পরাজয়। হোম ম্যাচে বাংলাদেশ লেবাননের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড বজায় রাখলো। ২০১১ বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ ২-০ গোলে জিতেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

Loading...