loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

মাগুরা-১ আসনে সাকিব ও ঢাকা-১০ এ ফেরদৌস মনোনীত


মাগুরা-১ আসনে সাকিব ও ঢাকা-১০ এ ফেরদৌস মনোনীত

বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে মনোনয়ন দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব এবং চিত্রনায়ক ফেরদৌস এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে ক্রিকেটার সাকিব আল হাসান ও ঢাকা-১০ আসনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে মনোনয়ন দিয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে রোববার (২৬ নভেম্বর) বিকেলে নৌকার ২৯৮ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

টাইগার অধিনায়ক সাকিব গত ১৮ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। আসনগুলো হলো – ঢাকা-১০, মাগুরা-১ ও ২। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদকের কক্ষে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন।

চিত্রনায়ক ফেরদৌস ঢাকা-১০ ও ঢাকা-১৮ – এই দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

এর আগে, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা গত নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য রয়েছেন।

Loading...