loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

রদ্রিগোর দুই গোলে মাদ্রিদ আপাতত শীর্ষে


রদ্রিগোর দুই গোলে মাদ্রিদ আপাতত শীর্ষে

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে তর্কে জড়িয়ে বর্ণবাদের শিকার হয়েছিলেন। এই রিয়াল মাদ্রিদ তারকা নিজের সেই খারাপ সময়কে পেছনে ফেলে মাঠে কড়া জবাব দিলেন। দুই গোল করে তিনি স্প্যানিশ জায়ান্ট ক্লাবটিকে পয়েন্ট আপাতত টেবিলের শীর্ষে তুললেন।

রিয়াল মাদ্রিদ স্প্যানিশ লা লিগায় রোববার (২৬ নভেম্বর) রাতে এফসি কাদিজের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে। লস ব্ল্যাঙ্কোস-এর হয়ে রদ্রিগোর দুই গোলের পাশাপাশি আরেকটি করেছেন ইংলিশ তারকা জুড বেলিংহাম।

মাদ্রিদ এদিন অ্যাওয়ে ম্যাচে চতুর্দশ মিনিটে প্রথম এগিয়ে যায়। রদ্রিগো ডি-বক্সের মধ্যে বল রিসিভ করে কাদিজের ডিফেন্ডারকে পরাস্ত করে দুর্দান্ত গোল করেন। লিড নেওয়ার পরেও প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে মাদ্রিদ। কয়েকবার পাল্টা আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করছিল কাদিজ; কিন্তু রুডিগার-কারবাহালদের নিয়ে গড়া রক্ষণভাগে গিয়ে ব্যর্থ হতে হয়েছে স্বাগতিক দলটিকে।

দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় মাদ্রিদ; এবারও গোলদাতা সেই রদ্রিগো। ৬৪ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলের দেখা পান এই তরুণ ব্রাজিলিয়ান। এই গোলের সুবাদে রদ্রিগো গত তিন ম্যাচে দলের নয় গোলে (পাঁচটি নিজের গোল ও চারটি সহায়তা) অবদান রাখলেন।

এর ১০ মিনিট পরেই ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম কাদিজের জাল স্পর্শ করেন। রদ্রিগোর অ্যাসিস্টে এই তরুণ স্প্যানিশ লা লিগায় নিজের একাদশ গোল করলেন।

এই জয়ে মাদ্রিদ ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো। এক পয়েন্ট কম নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে জিরোনা। অবশ্য এক ম্যাচ কম খেলা দলটি সোমবার রাতে অ্যাথলেটিক বিল্বাওকে পরাজিত করতে পারলে আবারও শীর্ষস্থানে ফিরবে।

Loading...