loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে সেমির পথে টাইগ্রেসরা

  • কয়েকদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • সিদ্ধান্ত পরিবর্তন, চলছে না ট্রেন

  • সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

  • ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস পরীক্ষামূলকভাবে চালু করা হবে

সম্মিলিত ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেবে


সম্মিলিত ইসলামী ঐক্যজোট নির্বাচনে অংশ নেবে

আটটি ইসলামী দলের জোট – সম্মিলিত ইসলামী ঐক্যজোট আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করবে। ইসলামী ঐক্যজোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতোমধ্যে ২০০ প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। নগরীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সোমবার (২৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা এই ঘোষণা দেন। এই আটটি ইসলামী দল হলো – বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নিজাম-ই-ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টি, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম এবং বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

‘দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় সম্মিলিত ইসলামী ঐক্যজোট আগামী নির্বাচনে অংশ নেবে। আমরা ইতোমধ্যে নির্বাচনে ২০০ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জোট থেকে আরও ১০০ প্রার্থী মনোনয়নের জন্যও তৎপরতা চলছে,’ সাংবাদিকদের বলেন, এসআইওজে মহাসচিব অ্যাডভোকেট খায়রুল আহসান।

দেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে আহসান বলেন, জোট দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী নির্বাচনে অংশ নেবে। বর্তমান সরকারের অধীনে আসন্ন সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে জোট। তাঁরা নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান। তাঁরা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছভাবে হবে বলে আশা প্রকাশ করেন। তাঁরা আরও বলেন, গণতন্ত্র অব্যাহত রাখতে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই।

ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান, নিজাম-ই-ইসলাম বাংলাদেশের চেয়ারম্যান হারিসুল হক, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান ইয়ামিন হোসেন আজমী, বাংলাদেশ ইসলামিক লিবারেল পার্টির চেয়ারম্যান আতাউর রহমান আতিকি, বাংলাদেশ মুসলিম জনতা পার্টির চেয়ারম্যান আজিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Loading...