loader image for Bangladeshinfo

শিরোনাম

  • দেশে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

  • জামায়াত আমিরের সঙ্গে ‘জুলাই ২৪’ শহীদ পরিবার সোসাইটির মতবিনিময়

  • বিচার শেষ না-হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

পোর্তোকে হারিয়ে নকআউট পর্বে বার্সা


পোর্তোকে হারিয়ে নকআউট পর্বে বার্সা

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা পিছিয়ে পড়েও পোর্তোর বিপক্ষে শেষ পর্যন্ত ২-১ গোলে জিতে শেষ ষোলোয় উত্তরণ নিশ্চিত করেছে। তিন মৌসুমে এই প্রথমবারের মতো নক আউটে পর্বে উঠলো ক্যাটালান ক্লাবটি। আর সে-কারণেই কোচ জাভি স্বীকার করেছেন – ক্লাবের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এক অগ্রগতি।

এদিন ব্রাজিলিয়ান উইঙ্গার পেপের গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী পোর্তো। যাহােক, তুমুল লড়াই শেষে পর্তুগিজ জুটি হোয়াও ক্যান্সেলো ও হোয়াও ফেলিক্সের গোলে বার্সেলোনার জয় নিশ্চিত হয়।

বেনফিকার প্রাক্তন এই জুটি তাঁদের সাবেক ক্লাবের বিপক্ষে বার্সাকে জয় উপহার দিয়েছেন। গত দুই মৌসুমের মতো জাভি হার্নান্দেজের দল যাতে গ্রুপ পর্ব থেকে বিদায় না নেয় – সেই দায়ভারও ছিল পুরো দলের ওপর। 

ম্যাচ শেষে জাভি বলেছেন, ‘আজ আমরা দারুণ খুশি। ভবিষ্যত প্রকল্পকে সামনে রেখে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্লাবের জন্যও এই ফলাফল ইতিবাচক মনোভাব নিয়ে আসবে। দল ক্রমেই উন্নতির দিকে এগোচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সত্যিকার অর্থেই ভালো একটি দলকে পরাজিত করেছি। আজকের দিনটা আমাদের জন্য দারুণ সন্তুষ্টির।’

এর আগের ম্যাচে হামবুর্গে শাখতার দোনেৎস্কর কাছে হেরে বেশ চাপে পড়েছিল বার্সেলোনা। এর সাথে যোগ হয়েছিল ঘরোয়া আসরের ব্যর্থতা। কিন্তু তারপরও এদিন সবদিক থেকে পোর্তোকে চেপে ধরেছিলেন জাভির শিষ্যরা। এক গোল হজম করার পরে ক্যান্সেলো দ্রুতই সমতা আনেন। এরপর তিনি ফেলিক্সকে দিয়ে জয়সূচক গোলটি করিয়েছেন।

৫৭ মিনিটে ক্যান্সেলোর পাস থেকে ২৪ বছর বয়সী পর্তুগিজ স্ট্রাইকার ফেলিক্স দলকে জয় উপহার দেন। মধ্য সেপ্টেম্বরের পরে এটাই ফেলিক্সের প্রথম গোল। এরপর রাফিনহা পরপর দুটি সুযোগ নষ্ট করেন। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ের ব্যবধান বাড়াতে না পারলেও নক আউট পর্বে খেলার লক্ষ্য পূরণ হলো বার্সার।

আগামী রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে জাভি একে একে ফেলিক্স, ক্যান্সেলোকে উঠিয়ে নেন। 

এই পরাজয়ে পোর্তো গ্রুপ এইচ-এ শাখতারের সাথে সমান নয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো। আগামী ১৩ ডিসেম্বর পর্তুগালে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে।

Loading...