loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে তিন গোলে হারালো


বাংলাদেশ নারী দল সিঙ্গাপুরকে তিন গোলে হারালো

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পরে লম্বা সময় খেলা ছিল না বাংলাদেশ নারী দলের। চলতি বছর কিছু ম্যাচ খেললেও আসেনি জয়; এবার তাই দীর্ঘদিন পরে জয়ের মুখ দেখলেন সাবিনা-সানজিদা-মনিকা-মারিয়ারা। সাফ জেতানো কোচ গোলাম রব্বানী ছোটন দায়িত্ব ছাড়ার পরে কোচ করা হয় সাইফুল বারী টিটোকে। তাঁর অধীনে পাঁচ ম্যাচ খেলে তিনটা ড্র আর দুই ম্যাচে পরাজিত হয়েছিল বাংলাদেশ। এই জয় তাই টিটোর জন্যও বিশেষ কিছু।

বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলের ব্যবধানে পরজিত করেছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার (১ ডিসেম্বর) প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। আফিদা খন্দকার তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন। এরপরে দুই গোল করে দলের জয় নিশ্চিত করেন তহুরা খাতুন।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে প্রীতি ম্যাচে প্রথম এবং সবশেষ সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। এদিন সেই পরাজয়ের প্রতিশোধ নিলো সাবিনা খাতুনের দল।

কোচ সাইফুল বারী টিটুর অধীনে নারী দলের এটিই প্রথম জয়। সাফ-এর শিরোপা এনে দেওয়ার পরে কোচের দায়িত্ব ছাড়েন গোলাম রব্বানী ছোটন।

দুই দল দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে।

বাংলাদেশ একাদশ
রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আফিদা খন্দকার, মাসুরা পারভীন, মনিকা চাকমা (স্বপ্না রানী), সানজিদা আক্তার (শামসুন্নাহার জুনিয়র), মারিয়া মান্ডা, রিতু পর্না চাাকমা (শাহেদা আক্তার রিপা) তহুরা খাতুন (সুমাইয়া) ও সাবিনা খাতুন (আকলিমা।

Loading...