loader image for Bangladeshinfo

শিরোনাম

  • সচিবদের দ্রুত সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

  • বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

  • পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) ১৬ সেপ্টেম্বর

  • প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

  • এটুআই-এর অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন নাহিদ ইসলাম

নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়


নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়

স্বাগতিক বাংলাদেশ দল স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতেছে। টাইগাররা দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শনিবার (২ ডিসেম্বর) ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। আফগানিস্তান ও জিম্বাবুয়ের পরে শক্তি বিবেচনায় বড় দলের বিপক্ষে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয় টাইগারদের। সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পরে প্রথমবারের মতো খেলতে নেমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচেই অবিস্মরণীয় এক জয় তুলে নিলো সাকিব আল হাসান-তাসকিন আহমেদ বিহীন বাংলাদেশ।

বাংলাদেশ দল ২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী নিউজিল্যান্ডকে এই নিয়ে দ্বিতীয়বার বড় ফরম্যাটে পরাজিত করলো। টাইগাররা এর আগে ২০২২ সালের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুইয়ে আট উইকেটে জিতেছিল। বাংলাদেশ দলের এটি নিজেদের টেস্ট ইতিহাসে ১৩৯তম ম্যাচে ঊনবিংশ জয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশের দেওয়া ৩৩২ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে ১৮১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নিতে বড় অবদান রাখেন তাইজুল। তিনি প্রথম ইনিংসে চার ও দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছেন। তাইজুলের পাশাপাশি বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০৫ রান। তাইজুল ছাড়াও নাইম দুইটি, শরিফুল ও মিরাজ একটি করে উইকেট শিকার করেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আগামী ৬ ডিসেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

Loading...