প্রিমিয়ার লিগের উত্তেজনাকর দিনে রোববার (৩ ডিসেম্বর) পাঁচ ম্যাচে মোট ২৪ গোল হয়েছে। ডেয়ান কুলুসেভিস্কির শেষ মুহূর্তের গোলে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সাথে ৩-৩ ব্যবধানের নাটকীয় ড্র করেছে টটেনহ্যাম হটস্পার।
অ্যানফিল্ডে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের দুই গোলে ফুলহ্যামের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে লিভারপুল। উড়তে থাকা অ্যাস্টন ভিলা ৯০ মিনিটে গোল করে বোর্নম্যাথের সাথে ২-২ গোলের স্বস্তিদায়ক ড্র পেয়েছে।
ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়োন ১০ জনের চেল্সির বিপক্ষে ৩-২ গোলের পরাজয় মানতে বাধ্য হয়েছে। অধিনায়ক কনর গালাহার দ্বিতীয় হলুদকার্ডের কারণে প্রথমার্ধের শেষ মিনিটে মাঠ ছাড়েন।
এই ম্যাচে ড্র করায় সিটি ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে নেমে গেছে। তিন পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।
ভিটালিটি স্টেডিয়ামে ৯০ মিনিটে মুসা দিয়াবির ক্রস থেকে ওলি ওয়াটকিন্সের হেডে বোর্নম্যাথের বিপক্ষে এক পয়েন্ট নিশ্চিত করেছে উনাই এমেরির অ্যাস্টন ভিলা।
লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যাম ও ক্রিস্টাল প্যালেস এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছেড়েছে।