loader image for Bangladeshinfo

শিরোনাম

  • থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • বিশ্বকবি’র ১৬৪তম জন্মবার্ষিকীতে তিনদিনের কর্মসূচি শুরু

  • ঈদ উপলক্ষ্যে ১১ ও ১২ জুন ছুটির প্রজ্ঞাপন জারি

  • আর্সেনালকে হারিয়ে স্বপ্নপূরণের কাছাকাছি পিএসজি

  • প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি বিএনপি-প্রধানের কৃতজ্ঞতা প্রকাশ

বাছাইয়ে মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাতিল ৭৩১


বাছাইয়ে মনোনয়ন বৈধ ১৯৮৫ জনের, বাতিল ৭৩১

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১,৯৮৫ জন। মনোনয়নপত্র বাতিল হয়েছে ৭৩১ জনের। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার (৪ ডিসেম্বর) রাতে এক সংবাদ সমমেলনে সাংবাদিকদের এ-তথ্য জানান। খবর – স্থানীয় সংবাদ মাধ্যমের।

সারাদেশে এবার মনোনয়পত্র দাখিল করেছিলেন মোট ২,৭১২ জন। মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে শুরু হবে আপিল গ্রহণ; চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল চারটার মধ্যে নির্বাচন ভবনে আপিল আবেদন করা যাবে।

অশোক কুমার দেবনাথ বলেন, আপিল আবেদন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন। ১০ ডিসেম্বর থেকে আপিল শুনানি শুরু হবে, ১৫ ডিসেম্বর পর্যন্ত মোট ছয়দিন চলবে এই কার্যক্রম।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, মনোনয়ন পত্র বাতিলের বিভিন্ন কারণ রয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য কারণ হলো – মনোনয়ন প্রত্যাশী স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ স্বাক্ষর-সংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

Loading...