loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইউএস ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার

  • শেষ মুহূর্তের গোলো ভুটানের কাছে বাংলাদেশের পরাজয়

  • বদলি নেমে রোনাল্ডো ঝলকে পর্তুগালের জয়

  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে মঈন আলীর অবসর গ্রহণ

  • শ্রমবিষয়ক অভিযোগ জানাতে সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন ১৬৩৫৭ চালু

স্বর্ণার বোলিংয়ে টাইগ্রেসরা ১১ বছর পরে দ. আফ্রিকাকে হারালো


স্বর্ণার বোলিংয়ে টাইগ্রেসরা ১১ বছর পরে দ. আফ্রিকাকে হারালো

বাংলাদেশ নারী ক্রিকেট দল লেগ স্পিনার স্বর্ণা আকতারের বোলিং নৈপুণ্যে ১১ বছর পর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। বেনোনিতে রোববার (৩ ডিসেম্বর) তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বাংলাদেশ দল ১৩ রানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশ দ্বাদশ মোকাবেলায় দ্বিতীয়বারের মতো ‘প্রোটিয়া’র বিরুদ্ধে জিতলো। ২০১২ সালের সেপ্টেম্বরে মিরপুরে প্রথম দেখাতেই দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে পরাজিত করেছিল বাংলাদেশ। এরপর ১১ বছর ও ১০ ম্যাচ তাঁদের হারাতে পারেনি নারী দল। টাইগ্রেসরা অবশেষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই দ্বিতীয় জয়ের ইতিহাস সৃষ্টি করলো।

বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। ওপেনার মুরশিদা খাতুনের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে দুই উইকেটে ১৪৯ রানের লড়াকু সংগ্রহ পায় নিগার সুলতানা জ্যোতির দল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৫৯ বল খেলে ছয়টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৬২ রান করেন মুরশিদা। এছাড়া অধিনায়ক জ্যোতি ছয়টি চারে ২১ বলে অনবদ্য ৩৪, আরেক ওপেনার শামিমা সুলতানা ২৪ ও সোবহানা মোস্তারি ১৬ রান করেন।

জবাবে, স্বর্ণার ঘূর্ণিবলের তোপে ২০ ওভারে আট উইকেটে ১৩৬ রান করতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেছেন অ্যানেকে বশ।

চার ওভারে ২৮ রানে পাঁচ উইকেট শিকার করেন ম্যাচ-সেরা নির্বাচিত হওয়া স্বর্ণা। ইনিংসের ১৮ ও শেষ ওভারে দুইটি করে উইকেট পেয়েছেন তিনি। ১৩ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারের এটিই সেরা বোলিং ফিগার স্বর্ণার।

টাইগ্রেসরা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে কিম্বার্লিতে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। ৮ ডিসেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি, কিম্বার্লিতেই। ইস্ট লন্ডনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৬ ডিসেম্বর।

Loading...